পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত কর্তৃক মিয়ানমারে ফেরত দেয়া ৭জন রোহিঙ্গার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার তেন্দাই অ্যাচুমি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, এই মানুষরা তাদের নিজেদের দেশে যে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য, ঘৃণা আর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, সেটা মাথায় রেখে এদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল। এটা ভারতের একটা আন্তর্জাতিক দায়িত্ব। খবর বিবিসি।
ভারতে আটক প্রত্যেক রোহিঙ্গা বন্দীর নিরাপত্তা কতটা প্রয়োজন রয়েছে, সেটা নিশ্চিত করার জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে তাদের বিষয়ে জানানোটাও ভারতের কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, আদালতে মামলার শুনানির আগেই বৃহস্পতিবার ভারত সরকার তড়িঘড়ি করে ৭জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যর্পণ করে। মনিপুরের মোরে সীমান্ত চৌকি দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। বেআইনিভাবে ভারতে প্রবেশের দায়ে ঐ ৭জন প্রায় ছ'বছর ধরে আসাম রাজ্যে বন্দী ছিলেন।
মিয়ানমারে ফেরত পাঠালে এই ৭জনের নিরাপত্তা অনিশ্চিত হতে পারে – তাই তাদের ফেরত না পাঠাতে ৩ দিন আগে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গা উদ্বাস্তুরা।
বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে যায়। কিন্তু তার আগেই ঐ ৭জনকে প্রত্যর্পণের কাজ শেষ করে ভারতের কর্তৃপক্ষ।
দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গাদের নেতৃস্থানীয় এক ছাত্র, আলি জোহার বিবিসিকে বলেন,এ ঘটনায় নিঃসন্দেহে গোটা রোহিঙ্গা সম্প্রদায়ই আতঙ্কিত। রাখাইন রাজ্যটা তো মরণ ফাঁদ। এই যে সাতজনকে ফেরত পাঠানো হল মিয়ানমার, তাদের কোথায় নিয়ে যাবে, বন্দী করে রাখবে না মেরে ফেলবে, কেউ জানে না। এরকম অবস্থায় এদের ফেরত পাঠানো অনুচিত হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।