Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরজে হচ্ছেন কারিনা কাপুর খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেত্রী থেকে ফ্যাশন ডিজাইনার হয়ে এবার রেডিও জকি হতে যাচ্ছেন কারিনা কাপুর খান। এইতো কিছুদিন আগে কারিনা ঘোষণা দিয়েছিলেন তিনি তার নামে পোশাক আর ফ্যাশন অ্যাক্সেসরি বিমুক্ত করতে যাচ্ছেন। আর, এবার তিনি তার নিজের একটি রেডিও অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। কারিনার ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরের রেডিও অনুষ্ঠানই তাকে বেতার জগতে কাজ করার ব্যাপারে অনুপ্রাণিত করেছে বলে জানা গেছে। করণ জোহর যে রেডিও চ্যানেলে অনুষ্ঠান করছেন সেই আইএসএইচকিউ ১০৪.৮ এফএমেই কারিনা অনুষ্ঠান করবেন। কারিনা এরই মধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন, এর জন্য তিনি এক ফোটো শুটেও অংশ নিয়েছেন। ক’দিনের মধ্যে তিনি রেকর্ডিংয়েও অংশ নেবেন। অনুষ্ঠানটি সম্পর্কে ধারণা পাওয়া না গেলেও জানা গেছে কারিনার ভক্তরা তার সঙ্গে ভাবের আদান প্রদান করার সুযোগ পাবেন এর মাধ্যমে। ডিসেম্বর মাস থেকে অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। কারিনা এই রেডিও অনুষ্ঠানটিতে অংশ নেয়ার বিষয় নিশ্চিত করেছেন। বলিউডে কারিনা আগামীতে করণ জোহরের দুটি ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘গুড নিউজ’ ফিল্মে তিনি অক্ষয় কুমার, দিলজিত দোসাঞ্জ এবং কিয়ারা আডবানির সঙ্গে অভিনয় করবেন। এছাড়া তিনি করন জোহর পরিচালিত ‘তখ্ত’ ফিল্মে তার সঙ্গে থাকবেন রণবীর সিং, ভিকি কৌশল, আলিয়া ভাট, ভূমি পেদনেকার এবং অনিল কাপুর।



 

Show all comments
  • উর্বশী ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৫২ এএম says : 0
    ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ