Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জেনিফার লরেন্স সোশাল মিডিয়াতে চোখ বোলান মন্তব্য করেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সোশাল মিডিয়াকে সচেতনভাবে পাশ কাটাতে পারেননি অভিনেত্রী জেনিফার লরেন্স। নারীদের ফ্যাশন সাময়িকী ইনস্টাইলকে তিনি জানিয়েছেন তিনি বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়াতে আছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে শুধু চোখ বুলিয়ে যান, এটাই তার অংশ নেয়া, তিনি এতে কোনও মত দেন না বা মন্তব্য করেন না। ‘হাঙ্গার গেইমস’ তারকাটি সোশাল মিডিয়ার ব্যাপারে তার অনাগ্রহ নিয়ে বরাবরই স্পষ্ট বলে এসেছেন।তিনি এ ব্যাপার ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছিলেন, সোশাল মিডিয়াতে কিছু মানুষ আছে যারা সব ব্যাপারেই তাদের মতামত দিয়ে থাকে আর তিনি এমনটি করতে আগ্রহ বোধ করেন না যদি না তা খুব জরুরি হয়ে পড়ে। তার নির্লিপ্ত আচরণ সোশাল মিডিয়ার উপযোগী নয় বলেই তিনি মনে করেন। তিনি তার মনে যা আসে তাই বলে ফেলেন কোনও রকম দ্বিধা না করে তার এমন আচরণ আগে বন্ধ করতে হবে তবেই তার সোশাল মিডিয়াতে অংশ নেয়া তার জন্য নিরাপদ হবে বলে তিনি মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ