প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী জেনিফার কনেলি প্যারামাউন্ট স্কাইড্যান্সের ‘টপ গান’ সিকুয়েল ‘টপগান : ম্যাভেরিক’ ফিল্মে টম ক্রুজের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি এর আগে ‘আ বিউটিফুল মাইন্ড’ এবং হি’জ নট ইনটু ইউ’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন। ‘অবলিভিয়ন’খ্যাত জো কসিনস্কি ১৯৮৬’র ‘টপ গান’-এর সিকুয়েলটি পরিচালনা করবেন। চিত্রনাট্য লিখছেন পেটার ক্রেইগ (‘টুয়েলভ স্ট্রং’) এবং জাস্টিন মার্কস (দ্য জাঙ্গল বুক’)। নতুন চলচ্চিত্রটির কাহিনীর পটভূমি বর্তমান বিশ্বের ড্রোন প্রযুক্তিভিত্তিক আকাশযুদ্ধ এবং যুদ্ধবিমানের মধ্যে ডগফাইটের যবনিকা। ক্রুজ এতে যুদ্ধবিমান প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন। টম ৩১ মে ম্যাভেরিকের সজ্জার আভাস দিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন যাতে তাকে হেলমেট হাতে একটি যুদ্ধবিমানের দিকে পিছ ফিরে তাকাতে দেখা যায়। ছবিতে তার বিখ্যাত সংলাপ ‘আই ফিল নিড, নিড ফর স্পিড’-এর অংশ হিসেবে লেখা ছিল ‘ফিল দ্য নিড’; ক্যাপশনে তিনি আভাস দিয়েছেন শুটিং শুরু হয়ে গেছে। প্রথম ফিল্মের সহ-প্রযোজক জেরি ব্রাকহাইমার নতুন ফিল্মটি প্রযোজনা করবেন টম ক্রুজ এবং স্কাইড্যান্সের ডেভিড এলিসনের সঙ্গে। ম্যাভেরিকের সহবৈমানিক গুজের ছেলে ব্র্যাডলি ব্র্যাডশ’র ভূমিকায় অভিনয় করবেন মাইলস টেলার। ভ্যাল কিলমার টম ‘আইসম্যান’ক্যাজানস্কির ভূমিকায় ফিরবেন। ‘টপগান : ম্যাভেরিক’ ১২ জুলাই ২০১৯ মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।