Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকির মুখে ঘরবাড়ি ফসলি জমি

শৈলকুপা (ঝিনাইদহ) থেকে শিহাব মল্লিক : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

খরস্রোতে গড়াই নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলোহরাচন্দ্র ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর, ফসলী জমি-গাছপালা, রাস্তাঘাট। হুমকিতে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানসহ হাটবাজার। পানি বৃদ্ধির পাশাপাশি গড়াই নদী যেন ক্রমেই ভয়ালরুপ ধারণ করেছে। নদীর করাল গ্রাসে যে কোন সময় ধলোহরাচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া, উলুবাড়িয়া কাশিনাথপুরসহ লাঙ্গলবাধ বাজারের বেশকিছু জায়গা বিলীন হতে পারে। ইতমধ্যে নদীতে হারিয়ে গেছে অনেক ফসলী জমি রাস্তাঘাট, বসতভিটার একাংশ। জরুরী ব্যবস্থা গ্রহণ না করলে হুমকিতে পড়বে লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজ। পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনীসহ বৃহৎ এ বাজারের একটি অংশ। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এবং শৈলকুপা শাখা কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, নিয়মিত মনিটরিং করা হচ্ছে জরুরী বরাদ্দ চেয়ে প্রকল্প বাস্তবায়নের সর্বাত্বক চেষ্টা অব্যাহত রয়েছে।
সরেজমিন দেখা যায়, লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের পিছন পাশর্^ এবং বৃহৎ বাজার প্রতিরক্ষা বাধে ভয়াল ভাঙন ধরেছে। বন্যা নিয়ন্ত্রণ বাধে ফাঁটল ধরে নদীগর্ভে হারিয়ে গেছে। কয়েকটি গ্রামের রাস্তা-ঘাট, ধান, আখ, কলাসহ বিভিন্ন ফসলের জমিও ইতোমধ্যে বেশকিছু বাড়িঘরের একাংশ এবং বেড়িবাধ বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকা ক্রমেই আগ্রাসী রূপ ধারন করছে।
ঝিনাইদহের শৈলকুপা থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশে প্রবাহিত। ১৯৯০ সালের পর থেকেই বছরের পর বছর গড়াই নদীর ভাঙনের করাল গ্রাসে বদলে গেছে ৬নং সারুটিয়া, ৭নং হাকিমপুর ও ৮নং ধলোহরাচন্দ্র ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়–রিয়া-কৃষ্ণনগর, মাদলা, কাশিনাথপুর, মাজদিয়া, উলুবাড়িয়াসহ লাঙ্গলবাধ বাজার এলাকা।
এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়নবোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে যথাযথা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত ভাঙন কবলিত এলাকায় মনিটরিং অব্যাহত রয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে ভাঙনরোধ করা সম্ভব নয় বলে চেষ্টা চালানো হচ্ছে। তবে জরুরী ভিত্তিতে লাঙ্গলবাধ বাজার এলাকার বেশকিছু জায়গা তাৎক্ষনিক ব্যবস্থাগ্রহণে প্রকল্প বরাদ্দ চেয়ে উর্ধতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকির মুখে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ