Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনে হুমকির মুখে খুর্শিদ মহল সেতু

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একশ্রেণী বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে খুর্শিদ মহল সেতু। হোসেনপুর-গফরগাঁও, সড়কে ব্রহ্মপুত্র নদের ওপর এই সেতু নির্মাণ করা হয় এলাকার জনস্বার্থে। অভিযোগ রয়েছে সেতুর উত্তর পাশে (উজান) এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কতিপয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেতুসংলগ্ন এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর-গফরগাঁও ব্রহ্মপুত্র নদ থেকে প্রতি বছর কয়েক কোটি ঘন ফুট বালু অবৈধভাবে উত্তোলন করে অসাধু বালু ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লুটে নিচ্ছে। স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে এসব দেখেও না দেখার ভান করছেন। ফলে সরকার বঞ্চিত হচ্ছে হাজার হাজার টাকা রাজস্ব থেকে। বিষয়টি কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে নজর দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনে হুমকির মুখে খুর্শিদ মহল সেতু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ