Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূলোৎপাটন করা হবে সন্ত্রাসবাদের : আসাদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


 সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে গোটা সিরিয়াকে জঙ্গিমুক্ত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে রোববার এক বৈঠকে এ তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহর ও এর আশপাশের এলাকা জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধারের প্রশংসা করেন জাবেরি আনসারি। প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল করার ফলে দেশটির গত সাত বছরের সহিংসতার অবসান ঘটানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি
হয়েছে। আনাদোলু।
আফগানিস্তানে সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে ব্রিটিশ সেনার সংখ্যা বাড়িয়ে ১,০০০ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মুখে ন্যাটো সামরিক জোটের অন্যতম সদস্য ব্রিটেন এই নজরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি সপ্তাহে আফগানিস্তানে ন্যাটো জোটে আরো ৪০০ ব্রিটিশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো তাদের বাৎসরিক জিডিপির দুই শতাংশ অর্থ সামরিক খাতে ব্যায়ের জন্য যে প্রতিশ্রতি দিয়েছিল, তা বাস্তবায়নের আহŸান জানান তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসবাদ

৯ অক্টোবর, ২০১৬
৪ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ