Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার ও আইনের শাসন গুরুত্বপূর্ণ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ৮:১৬ পিএম

বাংলাদেশ এবং এ অঞ্চলে উগ্রবাদ ছড়ানো সংগঠনগুলোর সদস্য সংগ্রহ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার ও আইনের শাসন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন বিষয়ক উপ-সমন্বয়কারী জন টি গডফ্রে। তিনি গত ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফরে এ মন্তব্য করেন বলে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বুধবার এক বার্তায় জানানো হয়।
এতে বলা হয়, জন টি গডফ্রের সফরের লক্ষ্য ছিল, বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং এ অঞ্চলের সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলা (সিটি/সিভিই) কার্যক্রমে যুক্তদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং গডফ্রে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলা কার্যক্রম বিষয়ে অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া আইন প্রয়োগ ও বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সিটি-সিভিইবিষয়ক দ্বিপাক্ষিক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করতে বাংলাদেশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট‘ এবং ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’-এর সঙ্গেও জন গডফ্রে সাক্ষাত করেন। তাদের আলোচনায় বাংলাদেশ ও এ অঞ্চলে উগ্রবাদ ছড়ানো সংগঠনগুলোর সদস্য সংগ্রহ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা কৌশলের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বসহ বিভিন্ন পারস্পরিক উদ্বেগের বিষয় স্থান পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসবাদ

৯ অক্টোবর, ২০১৬
৪ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ