Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করার অঙ্গীকার

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আরব লিগের ২৮তম বার্ষিক সম্মেলন গত বুধবার জর্ডানে শুরু হয়েছে। সৌদি বাদশাহ সালমান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিসহ জোটভুক্ত ২২ দেশের মধ্যে ১৬টি দেশের শীর্ষ নেতারা সম্মেলনে অংশগ্রহণ করেন। আরব নেতা ছাড়াও জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস ও জাতিসংঘের সিরিয়া-বিষয়ক মুখপাত্র স্তাফান দে মিস্তুরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। খবরে বলা হয়, অঞ্চলটিতে সন্ত্রাসবাদ ও সংঘর্ষ মাথাচাড়া দিয়ে উঠলেও এবারের সম্মেলনে এ সমস্যার যুগান্তকারী কোনো সমাধানের সম্ভাবনা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সংঘর্ষ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন আরব নেতারা। জর্ডানের তথ্যমন্ত্রী জানান, সম্মেলনে নেতারা সিরিয়া, ইরাক, লিবিয়া ও ইয়েমেন যুদ্ধের পাশাপাশি সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের বিষয়ে আলোচনা করবেন। জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে চলমান যুদ্ধও নেতাদের আলোচনায় উঠে আসবে। বর্তমানে সিরিয়া ও এর প্রতিবেশী দেশ ইরাকে যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনীর মুখোমুখি হচ্ছে আইএস। এদিকে আল-কুদস সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের প্রধান ওরাইব আল-রানতাওয়ি জানান, এবারের সম্মেলন পূর্ববর্তী আরব সম্মেলনগুলোর চেয়ে ভিন্নতর হবেÑ এমন কোনো সম্ভাবনা নেই। আরব অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল, ভঙ্গুর এবং বছরের পর বছর ত্রæটিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে এ অঞ্চলে যুগান্তকারী কোনো কিছু ঘটা সম্ভব নয় বলেই মনে করেন রানতাওয়ি। ২০১১ সালের আরব বসন্তের পর সিরিয়ায় গৃহযুদ্ধসহ যেসব সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তার সমাধানে হিমশিম খাচ্ছে জোটভুক্ত ২২টি দেশ। গত সোমবার চলমান পরিস্থিতিকে অঞ্চলটির সা¤প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটময় সময় হিসেবে আখ্যায়িত করেন আরব লিগের প্রধান আহমেদ আবুল গাইত। জোটের নেতাদের প্রতি যুদ্ধ বন্ধে ‘আরো সক্রিয় ভূমিকা’ পালনের আহŸান জানান তিনি। গত মঙ্গলবার গাইতের সুরে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিব গুতেরেসও পারস্পরিক সংঘাত ভুলে সিরিয়া যুদ্ধ বন্ধে নেতাদের একত্রে কাজ করার আহŸান জানান। তিনি বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতা পুনঃস্থাপন করতে ও সিরীয় শরণার্থীদের আশানুরূপ ভবিষ্যৎ ফিরিয়ে দিতে আরব বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া ভীষণ জরুরি। ছয় বছর ধরে চলমান সিরীয় যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ সিরীয়। সরকারবিরোধী বিক্ষোভ পরবর্তীতে গৃহযুদ্ধে পরিণত হওয়ায় ২০১১ সাল থেকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। তবে আসাদ সম্মেলনে অংশগ্রহণ না করলেও ২০০৫ সালের পর এবারই প্রথম উত্তর আফ্রিকার কোনো দেশের রাজপরিবারের সদস্য হিসেবে সম্মেলনে যোগ দেবেন মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মদ। এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত সুদানের প্রেসিডেন্ট সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তবে জর্ডানের মানবাধিকারকর্মীরা তার আগমনের বিরোধিতা করছেন, অন্যথায় সম্মেলনে যোগ দিলে সরকারের প্রতি তাকে গ্রেফতারের দাবি জানান তারা। মার্কিন দূতের সঙ্গে ফিলিস্তিনি নেতাদেও বৈঠক : ফিলিস্তিন-ইসরাইল-বিষয়ক আলোচনা পুনরায় শুরু করবে হোয়াইট হাউজ। এ লক্ষ্যে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন আব্বাস। হোয়াইট হাউজ সফরের আগে আরব সম্মেলনে অংশগ্রহণকালে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় দূতদের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত মঙ্গলবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। টুইটারে এক বার্তায় ট্রাম্পের উপদেষ্টা জেসন গ্রিনবøাট জানান, আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক ইতিবাচকভাবে শেষ হয়েছে। এএফপি।



 

Show all comments
  • Aryan Rahman ৩১ মার্চ, ২০১৭, ১১:২৪ এএম says : 0
    Useless league of the world
    Total Reply(0) Reply
  • Rajib Hosain ৩১ মার্চ, ২০১৭, ১১:২৪ এএম says : 0
    আস্তো একটা ....... লিগ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ ও সন্ত্রাসবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ