Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নয়াদিল্লির বিরুদ্ধে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা অভিযোগ
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য ভারতকে অভিযুক্ত করে বলেছে, সন্ত্রাসবাদে অর্থায়নে ভারতের সংশ্লিষ্টতার বহু প্রমাণ আমাদের কাছে আছে। সম্প্রতি জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের এজেন্ট হিসেবে পাকিস্তানকে উল্লেখ করার একদিন পর সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিয়েছে। নরেন্দ্র মোদি বলেছিলেন, একটি দেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সন্ত্রাসবাদ রপ্তানি করছে। এর প্রতি উত্তরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, ঘটনাক্রমে ভারতই হচ্ছে সেই একটি দেশটি। সম্মেলনে নাফিজ বলেন, সন্ত্রাসবাদ, ক্রমবর্ধমান ধর্মীয় উগ্রবাদ ও চরম সহিংসতা এখন সকল দেশের নিরাপত্তার জন্য সাধারণ হুমকি। এ ক্ষেত্রে আলাদা করে ইসলামাবাদের উদাহরণ টানার মানে কি? তিনি বলেন, গ্রেফতারকৃত ভারতের গোয়েন্দা সংস্থার গবেষণা ও বিশ্লেষণ শাখার কর্মকর্ত কালভুষণ যাদভের দুষ্কর্মের স্বীকারোক্তিই পরিষ্কার করে দেয়, কারা সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কালভুষণ যাদভের বিষয়টি উত্থাপন করবেন কি না জানতে চাইলে ওই মুখপাত্র বলেন, সন্ত্রাসবাদের সাথে ভারতের সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। কারণ, পাকিস্তানে সন্ত্রাসবাদের সাথে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ