Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন বিশিষ্ট অভিনেত্রী রানী সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রানী সরকার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী বার্ধক্য ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রানী ছিলেন ষাট ও সত্তর দশকের খল-অভিনেত্রী। নেতিবাচক চরিত্রে তার উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে। রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। ১৯৫৮ সালে রানী সরকারের চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত 'দূর হ্যায় সুখ কা গাঁও' চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র 'চান্দা'তে অভিনয় করেন। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হন তিনি। গতকাল বাদ যোহর মোহাম্মদপুরের নবোদয় জামে মসজিদে রানী সরকারের প্রথম নামাাজে জানাজা, দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গনে এবং তিনটায় বিএফডিসিতে শেষ শ্রদ্ধা এবং নামাজে জানাজা’র পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। রানী সরকর প্রসঙ্গে কিংবদন্তী নায়িকা শবনম বলেন, ‘রানী দিদির সঙ্গে চান্দা চলচ্চিত্রেই আমার প্রথম কাজ হয়। এরপর আমরা একসঙ্গে ‘তালাশ’সহ আরো বহু চলচ্চিত্রে কাজ করেছি। অভিনয়ের জন্য একজন নিবেদিন প্রাণের অভিনেত্রী ছিলেন তিনি। আমাদের মধ্যে যোগাযোগটা ছিলো শেষ সময় পর্যন্ত। একে একে সবাই চলে যাচ্ছেন আমার শুরুর সময়ের। রানী দিদিও চলে গেলেন। আরো একা হয়ে গেলাম।’ একসঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন মীরানা জামান। তিনি বলেন, ‘রানী সরকার এবং আমার পথচলা প্রায় একই সময়ে। রেডিওতে সিনেমাতে আমরা একসঙ্গে অভিনয় করেছি। অনেকটা সময় পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। বয়সের কারণে এখন সবাই যার যার সতো আলাদা হয়েগেছি। চাইলেই কেউ কারো কাছে যেতে পারতামনা। রানীর সঙ্গে শেষ দেখাটা হলোইনা। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ