প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্দিষ্ট ধারার শিল্পী হিসেবে চিহ্নিত হন এমন চান না অভিনেত্রী অ্যালিসন ব্রি। তিনি জানান তাকে কেউ ‘কমেডি অভিনেত্রী’ বলুক এটি তিনি পছন্দ করেন না কারণ তিনি মনে করেন তার অভিনয় ক্যারিয়ারে আরও অনেক কিছুই দেয়ার আছে। একটি সাময়িকীকে দেয়া সাক্ষাতকারে ৩৫ বছর বয়সী অভিনেত্রীটি বলেছেন, তাকে একটি ধারায় সীমাবদ্ধ করার চল আছে এবং তিনি তা অপছন্দ করেন। “আপনারা যদি শিরোনামে কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন : ‘মানুষ যা ভাবে তার চেয়েও অনেক কিছু বেশি করছি’। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল ধারণা হল- আমি কমেডি অভিনেত্রী, আর এই কথাটি আমাকে ভীষণ রাগিয়ে দেয়,” ব্রি বলেন।
তিনি আরও বলেন, “ব্যাপারটি অদ্ভুত কারণ আমি আমার এই আখ্যার প্রতি রুষ্ট হতে চাইনা তাতে মনে হবে এই ধারার প্রতি আমি রুষ্ট। আমি তা নই। আমি এই ধারা পছন্দ করি! কিন্তু আমার নিজের কাছে আমার দেবার আরও আছে। এমন অনেক দিক আছে যা আবিষ্কৃত হয়নি।” ব্রি কমেডি সিরিজে ‘কমিউনিটি’তে অ্যানি অ্যাডিসনের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন। এছাড়া তিনি ‘ম্যাড মেন’ ড্রামা সিরিজেও অভিনয় করেছেন। এখন তিনি ‘গেøা’ সিরিজে অভিনয় করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।