মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পেট্রলবাহী একটি ট্রাকে আগুন ধরে যাওয়ার পর বিস্ফোরণে নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লাগোস-ইবাদান মহাসড়কের একটি সেতুর প্রান্তে জ্বালানিবাহী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে কাত হয়ে পড়লে ট্যাঙ্কার থেকে পেট্রল বেরিয়ে আসে ও আগুন ধরে যায়।
আগুন পরে ব্যস্ত ওই মহাসড়কে চলাচলকারী পাঁচটি বাসসহ অর্ধশতাধিক যানবাহনেও ছড়িয়ে পড়ে বলে বিবিসি জানিয়েছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার ফেডারেল রোড সেইফটি করপোরেশন (এফআরএসসি) বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে শহরের অন্যতম প্রধান সড়কপথটিতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাঙ্কারটি দুর্ঘটনায় পড়ে।
আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদক দেশ নাইজেরিয়ায় বাজে রাস্তাঘাট ও যানবাহনের কারণে প্রায়ই জ্বালানিবাহী গাড়িগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দুর্ঘটনাস্থলের কালো ধোঁয়ার পাশাপাশি পুড়ে যাওয়া বেশ কয়েকটি প্রাইভেট কারও দেখা যাচ্ছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।
দেশটির সরকারের এক মুখপাত্র বলেছেন, তেলবাহী গাড়িগুলো যেন দায়িত্বশীল চালকরা চালান সেটি নিশ্চিত করার পথ খোঁজা হচ্ছে।
“কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে এ নিয়ে কাজ করা জরুরি হয়ে পড়েছে, যেন নিয়মিত এ ধরনের ঘটনার মুখোমুখি না হতে হয় আমাদের,” বলেন কেহিন্দে বামিগবেতান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।