প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রায়হান রাফির পরিচালনাধীন ‘দহন’ চলচ্চিত্রে শুরুতে অভিনয় করার কথা ছিল টিভি অভিনেত্রী বাঁধনের। শূটিং শুরুর আগেই চরিত্র পছন্দ না হওয়ায় বাঁধন সিনেমাটি ছেড়ে দেন। তারপর শোনা গিয়েছিল তাতে পূর্ণিমা অভিনয় করবেন। দেখা গেল, পূর্ণিমাও শেষ পর্যন্ত অভিনয় করেননি। এখন এ চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। তিনি সিনেমাটির শূটিংও শুরু করে দিয়েছেন। রায়হান রাফি বলেন, ‘সিনেমাটির মায়া চরিত্রে অভিনয়ের জন্য মমকে পারফেক্ট মনে হয়েছে। একইসাথে গø্যামারাস এবং অভিনয় জানা একজন অভিনেত্রীই আমাদের প্রযোজন ছিল। মমর মধ্যে তা আছে। আশা করছি, দারুণ কিছু হবে।’ মম বলেন, ‘দহনে কাজ করা নিয়ে আমি খুবই খুশি। একেবারেই নতুন একটি ইউনিটে নতুন একটি প্রজেক্ট। আমার প্রতি রাফির আস্থা আমাকে মুগ্ধ করেছে। যে নির্মাতা আমার অভিনয়ের উপর আস্থা রাখেন আমি তার কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি। দহন’র কাজ যেন ভালোভাবে শেষ করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’ ‘দহন’ প্রযোজনা করছে ‘জাজ মাল্টিমিডিয়া’। এদিকে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ চলচ্চিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদে ছোটপর্দায় মম অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’, হিমির ‘আনমনে তুমি’ আবু হায়াত মাহমুদের ‘লাভলী টকিজ’, শামীম জামানের ‘ঘাওরা মজিদ’, সাআহ উদ্দিন লাভলুর ‘বুকের মাঝে নূপুর বাজে’, জাকারিয়অ শৌখিনের ‘জলসা ঘর’ ও রুবেল হাসানের ‘পরশ’ দর্শকের ,মধ্যে বেশ সাড়া ফেলে। এসব নাটকে মম’র অভিনয় দারুণ প্রশংসিত হয়। মম অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।