প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: মডেল অভিনেত্রী তাসনুভা তিশার সংসার ভেঙ্গে গেছে। দীর্ঘদিনের প্রেমের স¤পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৫ সালের ১৪ ফেব্রæয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন তিশা ও ফারজানুল হক। গত ফেব্রæয়ারিতে তাদের ডিভোর্স হয়েছে। তিশা নিজেই এই তথ্য জানিয়েছেন ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে। তিশা জানান, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবার ঈদে কেন আমার এতো কম কাজ। সবাইকে আমি কিছু সত্য বিষয় জানাতে চাই। গত ফেব্রæয়ারি মাসে আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। তিনি বলেন, আমি কয়েক মাস আগে খুব অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হই। এজন্য কাজ করতে পারিনি। কারো সঙ্গে যোগাযোগও করতে পারিনি। কষ্টের বিষয় হচ্ছে, আমার এই অবস্থার কারণ একেকজন একেকভাবে চিন্তা করে, সেটাকে নিয়ে নিজেদের মতো ভেবে নিচ্ছে। তিনি বলেন, আমার ডিভোর্সের কারণ একেবারেই আমার নিজস্ব। এখন আমি নতুন করে ভালোভাবে কাজ শুরু করতে চাই। আর আমার ছেলে যেন তার মায়ের কাছ থেকে ডিপ্রাইভ না হয় সেটা নিশ্চিত করব। ফারজানুল ও তাসনুভার একমাত্র ছেলের নাম আনুশ। উল্লেখ্য, ছোট পর্দায় তাসনুভা তিশার যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর তিনি অভিনয়ে নিয়মিত হন। এ মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।