Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে নিরাপত্তাহীন সাংবাদিকরা: প্রতিবাদে কাফন মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

পুলিশের উপস্থিতিতে সাজাপ্রাপ্ত আসামী ও নামধারী ছাত্রলীগ ক্যাডারদের হত্যার হুমকির মুখে রূপগঞ্জের সাংবাদিকরা। প্রতি মুহূর্তে তাদের উপর হামলা করতে পারে এমন আশঙ্কা করছেন তারা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা ভবনের সামনে ”রূপগঞ্জের ৭০ সাংবাদিক এখন জিন্দা লাশ” স্লোগানে কাফন মিছিল করেন হুমকির মুখে থাকা বিভিন্ন জাতীয়, স্থানীয়, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। এসময় তারা ৭০ জন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার জানান, গত ০৫ জুন একটি আবাসন প্রকল্পের দখলে থাকা প্রায় ১৮ বিঘা সরকারি সম্পত্তি উদ্ধার করেন প্রশাসন। দখলকৃত এ সম্পত্তি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাজাপ্রাপ্ত আসামী মাসুম চৌধুরী অপুর নেতৃত্বে বালু ভরাট করে আবাসন প্রকল্পকে দেয়া হয়। এ বিষয়ে মাসুম চৌধুরী অপুর বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন দুপুরে মাসুম চৌধুরী অপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি পরিচয়দানকারী হাফিজুর রহমান সজীবের নেতৃত্বে তাদের একটি বাহিনী নিয়ে একজন পুলিশ সদস্যসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্লোগানে সশস্ত্র হোন্ডা মহড়া দেয়। পরে প্রেসক্লাবে ঢুকেই প্রথমে উপস্থিত কর্মরত ৩৭ সাংবাদিককে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে বিষয়টি প্রেসক্লাবের পক্ষ থেকে অবহিত করা হয়েছিলো। এ ধরনের হুমকির মুখে উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হয়ে উঠে।
এ সময় মাসুম চৌধুরী অপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি পরিচয়দানকারী হাফিজুর রহমান সজীব বলেন, “ওসি’সহ থানা পুলিশতো আমাদের পকেটে। যেদিন ধরমু খাইয়া ফালাইমু। তোদের একেক জন সাংবাদিকের বিরুদ্ধে ১০টি করে মামলা দিমো”।
এ ধরনের হুমকির আতঙ্কিত সাংবাদিকরা প্রাণের ভয়ে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে পালিয়ে আসেন। এখনও সাংবাদিকরা পালিয়ে বেড়াচ্ছেন। হত্যার ভয়ে প্রেসক্লাবে যাওয়ার সাহস পাচ্ছেন না তারা। রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন বলেন, আমাদের বোদগম্য নয় একজন সাজাপ্রাপ্ত আসামী কিভাবে পুলিশ প্রহরায় ঘুরে বেড়ায়। এ বিষয়টিতে আমরা বিস্মিত হয়।



 

Show all comments
  • Hasan Al Banna ৮ জুন, ২০১৮, ১২:৪৮ পিএম says : 0
    তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তাহীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ