Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার দিনেও মামলা না হওয়ায় নিরাপত্তাহীনতায় পরিবার

শ্রীপুরে স্কুলছাত্র অপহৃত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় ৪ দিনেও মামলা নেয়নি পুলিশ। ওই দিন রাতেই সিয়ামের মাতা শারমীন আক্তার শরীফা বাদী হয়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ করেন। মামলা না হওয়ায় অভিযুক্তদের হুমকির মুখে রয়েছে বাদীর পরিবার। জানা গেছে, শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মেহেদী হাসান রতেনর পুত্র ওমর ফারুক সিয়াম (১০) বেড়াইদেরচালা প্রাইম স্টার একাডেমিতে ৫ম শ্রেণীতে লেখাপড়া করে। গত ১৯ সেপ্টেম্বর সকালে সিয়াম ওই একাডেমিতে কোচিংয়ের এক ফাঁকে পাশের দোকানে টিফিন কিনতে যায়। এ সময় মুখোশধারী কয়েক ব্যক্তি সিয়ামকে অপহরণ করে নিয়ে যায়। হাইওয়ে মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ থাকায় অপহরণকারীরা সিয়ামকে নিয়ে বঙ্গবন্ধু সাফারী পার্কের গাড়ী পার্কিং এলাকায় ঢুকে পড়ে। সিএনজির গতিবিধি সন্দেহজনক হওয়ায় পার্কের নিরাপত্তা প্রহরীদের সন্দেহ হয়। এক পর্যায়ে নিরাপত্তা প্রহরীরা সন্দেহজনকভাবে সিএনজি তল্লাশির জন্য দাঁড় করানোর চেষ্টা করলে অপহরণকারীরা সিএনজি থেকে সিয়ামকে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে উদ্ধার করে। সিয়ামের মা শারমীন আক্তার শরীফা জানান, গত ৪ দিনেও মামলা না হওয়ায় অপহরণকারীরা অভিযোগ তুলে নিতে তাদের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম  জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার দিনেও মামলা না হওয়ায় নিরাপত্তাহীনতায় পরিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ