রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়ায় বাদি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় বাদি থানায় জিডি করেছেন। জানা গেছে, উপজেলার পশ্চিম বাছহাটী গ্রামের ছামিউল ইসলামের কন্যা উম্মে হাবিবা সীমার সাথে মনমথ গ্রামের আবুল বাশার খোকার পুত্র সেনাসদস্য জামাল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সেনাসদস্য ও তার পরিবার যৌতুকের দাবি নিয়ে চাপ সৃষ্টিসহ মারধর করলে সীমা বাদি হয়ে স্বামী জামাল উদ্দিনসহ ৩ জনকে আসামি করে গত ১৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর জামাল উদ্দিনের পিতা-মাতা জামিনে মুক্তি পেলেও সেনাসদস্য জামাল উদ্দিন কর্মস্থলে রয়েছেন বলে জানা গেছে। এদিকে আসামিপক্ষ বাদিকে মামলা তুলে নেয়ার জন্য এবং সাক্ষীদের মামলায় সাক্ষী না দেয়ার জন্য বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এ ব্যাপারে গত ১৩ নভেম্বর উম্মে হাবিবা সীমা জীবনের নিরাপত্তা চেয়ে সুন্দরগঞ্জ থানায় ৫৩২ নম্বর জিডি দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।