Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাত ভেঙে দেয়ায় মামলা করে নিরাপত্তাহীনতায়

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাদারগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা : মাদারগঞ্জ পৌর এলাকার প-িতপাড়া গ্রামের জাহিনুর তার প্রতিবেশী দুলাল আকন্দের অত্যাচারের বিরুদ্ধে মামলা দায়ের করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলাল আকন্দের লোকজন জাহিনুরের বড় ভাবী আলেমা (৩৫)-কে শারীরিক নির্যাতন করে ও তার ডান হাত ভেঙে দেয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার দুলাল আকন্দের লোকজন আলেমাকে শারীরিক নির্যাতন করায় মাদারগঞ্জ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিনুরের পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, জাহিনুরের সাথে দুলাল আকন্দের জমি নিয়ে বিরোধ ছিল। দুলাল আকন্দ তার ক্রয়কৃত জমির অতিরিক্ত ১৫ শতাংশ জমি জবর দখল করে রাখে। এই নিয়ে এ পর্যন্ত ১৫টি সালিশ করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এক পর্যায়ে মাদারগঞ্জ থানার ওসি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় দুলালকে অতিরিক্ত ২ শতাংশ জমি দিয়ে বিরোধটি সালিশনামার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। জাহিনুর জানান, বিনা উস্কানিতে দুলালের লোকজন আমাদের উপর হামলা করে এবং আমার ভাবীর ডানহাত ভেঙে দেয় এমতাবস্থায় থানায় অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে দুলাল মিয়া উল্লেখিত অভিযোগগুলো অস্বীকার করে তার ছেলে রঞ্জু আহত হয়েছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাত ভেঙে দেয়ায় মামলা করে নিরাপত্তাহীনতায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ