Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন আছেন অভিনেত্রী ঈশিতা ?

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: চার বছর পর অভিনয় করলেন অভিনেত্রী ঈশিতা। রাফায়েল আহসানের টেলিফিল্ম ‘কাঠপেনসিল’-এ সম্প্রতি অভিনয় করেন। টেলিফিল্মটির শূটিং হয়েছে কলকাতায়। চার বছর আগে শহীদুজ্জামান সেলিমের টেলিফিল্ম ‘ডাকাতিয়া বাঁশি’তে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। চর বছর পর অভিনয় করার ব্যাপারে ঈশিতা বলেন, অভিনয়ে ফিরব বলে যখন মনস্থির করলাম, ঠিক তখনই রাফায়েল আহসান প্রস্তাব দিয়েছেন। চিত্রনাট্য পড়ে ভালো লাগল। তিনি জানান, টেলিফিল্মটিতে আমার সহশিল্পী কলকাতার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এত বড় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রাজী হয়ে গেলাম। ঈশিতা দীর্ঘদিন পর্দায় না থাকলেও পর্দার পেছনে কাজ করেছেন। চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত ছিলেনন দীর্ঘদিন। চার বছর হলো সবকিছু থেকে বিচ্ছিন্ন। মিডিয়ায় অভিনয়ে অনুপস্থিতি নিয়ে ঈশিতা বলেন, ২০০৩ সালে যখন আমার বিয়ে হয় তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনরত ছিলাম। সংসার করতে করতেই গ্র্যাজুয়েশন করেছি। ব্যস্ত হয়ে গেলাম চাকরি আর সংসার নিয়ে। মাঝেমধ্যে টুকটাক অভিনয় করেছি। এরই মধ্যে প্রথম সন্তানের মা হলাম। পোস্ট গ্র্যাজুয়েশন আর হলো না। সর্বশেষ ২০১৪ সালে এনটিভির মার্কস অলরাউন্ডার-এ বিচারকের দায়িত্ব পালন করি। এরপর শোবিজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাই। এ সময় দ্বিতীয়বার সন্তানসম্ভবা হয়ে যাই। দ্বিতীয়বার মা হওয়ার পর মনে করলাম, পোস্ট গ্র্যাজুয়েশনটা করা দরকার। ভর্তি হলাম এমবিএতে। একই সঙ্গে রেস্তোঁরা ব্যবসা চালিয়ে যাই। মহাখালীতে ‘হোয়াই নট’ নামে আমার একটি রেস্তোঁরা আছে। এসবের মধ্যেই কেটে যায় চার বছর। তারপর টেলিফিল্মে অভিনয় করলাম। ঈশিতার দুই সন্তান দুই বছর পাঁচ মাস বয়সী মেয়ে আজরিন এবং সাড়ে আট বছর বয়সী ছেলে জাবির। সন্তানদের নিয়েই এখন ঈশিতার যত ব্যস্ততা। এই ব্যস্ততার কারণে আপাতত আর চাকরিতে ফেরা সম্ভব হচ্ছে না। তবে মাঝেমধ্যে পর্দায় দেখা যেতে পারে। ঈশিতা বলেন, ভালো চিত্রনাট্য পেলে হয়তো অভিনয় করব। এদিকে সঙ্গীতশিল্পী হিসেবে ঈশিতার পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ১৫ বছর আগে। তবে সংগীতচর্চা কখনো থামেনি। বিয়ে, চাকরি, অভিনয়, পরিচালনাÑএসব করতে গিয়ে গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করা হয়নি। তবে নৃত্যে তাকে আর দেখার সম্ভাবনা নেই। লেখালেখিতেও ঈশিতার হাত রয়েছে। তার লেখা দুটি ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে। ঈশিতা বলেন, লেখালেখিটা আমার শখের, কিন্তু চাকরি করতে গিয়ে দেখলাম সেখানেও আমাকে লিখতে হচ্ছে। চার-পাঁচটা নাটকও লিখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ