Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিস্ফোরণে দশ ফুট উপরে উঠে যায়, সিআরপি’র গাড়ি, নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দিন দশেকের ব্যবধানে মধ্য ভারতের রাজ্য ছত্তীসগড়ের সুকমায় এবার পাল্টা আঘাত হানল মাওবাদীরা। প্রায় ৫০ কেজির আইইডি বিস্ফোরক ব্যবহার করে সিআরপি-র একটি মাইনরোধী গাড়ি উড়িয়ে দিয়েছে তারা। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে গাড়িটি মাটি থেকে দশ ফুট উপরে উঠে যায়। তার পর ভেঙেচুরে উল্টে পড়ে। ঘটনাস্থলেই নিহত হয়েছে নয় জন সিআরপি জওয়ানের। আহত দুই জওয়ানকে আনা হয়েছে রায়পুরে। দু’টি মাইনরোধী গাড়িতে কিস্টারাম থেকে পালদার দিকে যাচ্ছিলেন সিআরপি জওয়ানরা। সেই সময়েই বিস্ফোরণে উড়ে যায় দ্বিতীয় গাড়িটি। যাতে ছিলেন ১১ জন সিআরপি জওয়ান। মাওবাদীদের বিরুদ্ধে অভিযান ও এলাকার দখল নিতে বেরিয়েছিলেন ২১২ নম্বর ব্যাটেলিয়নের ওই জওয়ানরা। কারণ ওই এলাকায় গতকাল সকাল আটটা নাগাদ মাওবাদীদের সঙ্গে সিআরপি-র কোবরা বাহিনীর গুলি বিনিময় হয়েছে। কিন্তু সিআরপির সামনে পড়ে পিছু হটে মাওবাদীরা। এর পরেই দুপুরে সিআরপির গাড়িটিকে নিশানা করে তারা। রাস্তায় বিপুল পরিমাণে আইইডি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। সেখানে সিআরপির গাড়ি পৌঁছতেই বিরাট বিস্ফোরণ। প্রসঙ্গত, গত বছর ১১ মার্চে এই সুকমাতেই মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল ২৫ জন সিআরপি জওয়ানের। ঠিক এক বছর আগের সেই দিন যে ভাবে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা, আজকের ঘটনার সঙ্গে তার মিল রয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ