Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটিতে গার্দিওলার প্রথম শিরোপা

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : খতিয়ান বলছে পেপ গার্দিওলা ইংলিশ অধ্যায় শুরু করেছেন ২০১৬ সালে। কিন্তু কাতালান কোচ হয়তো তাতে আপত্তি জানালেও জানাতে পারেন। দল গোছাতেই তো কেটে গেল অনেকটা সময়। সেই হিসাবে ইংল্যান্ডে সাবেক বার্সেলোনা কোচ ম্যানচেস্টার সিটি অধ্যায় শুরু করলেন গেল পরশু রাতে। এই দিনই যে সিটির হয়ে প্রথম শিরোপা জিতলেন গার্দিওলা।
ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে আর্সনালকে ৩-০ গোলে হারিয়ে লিগ কাপ খ্যাত কারাবাও কাপের শিরোপা জিতেছে ম্যান সিটি। গোল করেছেন দলের তিন অভিজ্ঞ তারকা সার্জিও আগুয়েরো, ভিনসেন্ট কোম্পানী ও ডেভিড সিলভা। ক্লাবটির ইতিহাসে এটি তাদের পঞ্চম লিগ কাপ শিরোপা। যার মধ্যে তিনটিই জিতল শেষ পাঁচ বছরে। আটটি শিরোপা জিতে এই তালিকায় এগিয়ে আছে লিভারপুল। অপরদিকে ১৯৯২-৯৩ মৌসুমে শেষবারের মত আসরের শিরোপা জেতা আর্সেনাল এ নিয়ে আট ফাইনালে ষষ্ঠ বারের মত রানার্স-আপ হলো। তিনবার দলকে ফাইনালে নিয়েও কোন বারই শিরোপা ছুঁয়ে দেখতে পারলেন না দলের বর্তমান কোচ আর্সেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর এটিই ইংল্যান্ডর তৃতীয় মর্যাদাকর ফুটবল প্রতিযোগিতা।
গেল সোমবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে তৃতীয় সারির দল উইগান অ্যাথলেটিক্সের কাছে পরাজিত হয়ে ঐতিহাসিক কোয়াড্রাপল জয়ের সুযোগ শেষ হয় গার্দিওলার। এই তোপই হয়তো এদিন বেশি করে তাতিয়ে দিয়েছিল সিটিকে। নান্দনীক ফুটবলের পড়সা সাজিয়ে আর্সেনালকে নাস্তানুবুধ করে আকাশী-নীল জার্সিধারীরা। ঠিক যেন গার্দিওলার সেই বার্সা। মেসি-ইনিয়েস্তা-জাভিদের নিয়ে যে মায়াময়ী ফুটবল খেলাতেন সেটাই যেন এদিন ফিরে এসেছিল ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে।
বার্সা অধ্যায়ের পর বায়ার্ন মিউনিখের হয়েও শিরোপা জিতেছেন গার্দিওলা। এবার শুরু হলো ইংলিশ অধ্যায়। এখানেও যে তার লক্ষ্য অনেক দূর তা অন্য প্রতিযোগিতার দিকে তাকালেই বোঝা যায়। প্রিমিয়ার লিগের শিরোপা এক প্রকার নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগেও ছুঁটছেন অপ্রতিরোধ্য গতিতে। কিন্তু এতকিছুর পরও কোন কৃতিত্ব গায়ে মাখতে চান না চিরবিনয়ী এই কোচ। ম্যাচ শেষে তাই খুশি প্রকাশের পর জানিয়ে দিলেন, ‘এটা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবাই দারুন খুশী। এই শিরোপাটি আমার নয়, এর পুরোটাই ম্যানচেস্টার সিটির খেলোয়াড় ও এর সমর্থকদের। তাদের জন্য এটি অনেক বড় একটি অভিনন্দন।’
লন্ডনের শীতল আবহাওয়ায় আকাশী নীল জার্সিতে সিটি ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রন নিজেদের করে নেয়। তবে ১০ মিনিটের মধ্যে ম্যাচে ঘুরে দাঁড়ায় গানাররাও। নতুন চুক্তিভূক্ত পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শট সিটি গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো কোনরকমে রুখে দেন। সিটির প্রথম গোলটি ছিল একেবারেই অনাকাঙ্খিত। গোলরক্ষক ব্রাভোর লম্বা পাস থেকে সার্জিও আগুয়েরো বলের নিয়ন্ত্রন নিয়ে ঠান্ডা মাথায় আর্সেনাল গোলরক্ষক ডেভিড ওসপিনার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন ম্যাচের ১৮তম মিনিটে। সিটির জার্সি গায়ে এটি ছিল তার ১৯৯তম গোল। দ্বিতীয়ার্ধে আরো উজ্জীবিত সিটিকে মাঠে দেখা গেছে। ৫৮ মিনিটে ইকে গুনডোগানের শট বারে লেগে ফেরত আসলে অধিনায়ক কোম্পানী ফিরতি শটে দলের ব্যবধান দ্বিগুন করেন। সাত মিনিট পরে ড্যানিলোর সহায়তায় সিলভা দলের পক্ষে তৃতীয় গোল করলে সিটির জয় অনেকটাই নিশ্চিত হয়।
আর তাতে আর্সেনালে ওয়েঙ্গারের চেয়ারটা হয়ে পড়ে আরো নড়বড়ে। এমনিতেই গেল এক দশক ধরে দলকে প্রিমিয়ার লিগ জেতাতে পারেননি ফরাসি কোচ। চ্যাম্পিয়ন্স লিগেও নেই তার দল। আসছে মৌসুমেও দেখা না যাওয়ার সম্ভবনাই বেশি। এখনো প্রিমিয়ার লিগে তাদের অবস্থায় শীর্ষ চারের বাইরে, ছয়ে। ম্যাচ শেষে ভগ্ন হৃদয়ে তিনি বলেন, ‘যখন আপনি একটি ম্যাচ হারবেন তখন সবকিছুই প্রশ্নবিদ্ধ হবেÑ খেলোয়াড়রা, দল, ব্যাক্তিত্ব সব। তবে মনে রাখতে হবে আমরা একটা ভালো দলের বিপক্ষে হেরেছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপা

১৬ অক্টোবর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ