পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বাড্ডায় দোকান কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ওই দোকানের মালিক। তার নাম আবদুল আওয়াল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল রোববার বেলা ১২টার দিকে উত্তর বাড্ডার টেম্পু স্ট্যান্ডের কাছে নিপা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে কর্মচারীর ছুরিকাঘাতে আহত দোকান মালিক আবদুল আওয়ালকে (৫৩)। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর আশেপাশের মানুষ কর্মচারী ফখরুলকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাড্ডা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেয়া তথ্যে জানা গেছে, কথা কাটাকাটির জের ধরে তার মালিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে। কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।