Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিরহাট উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠিত

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার কবিরহাট আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ,এইচ,এম আনছার উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা ইফতেখারুল ইসলাম, মাওলানা ইয়াকুব মিয়া, মাওলানা আখতার ফারুক, মাওলানা ইউসুফ, মাওলানা খালেক ও মাওলানা আলা উদ্দিন প্রমুখ ।
সভায় ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে মাওলানা ইফতেখারুল ইসলামকে সভাপতি, মাওলানা ইয়াকুব মিয়াকে সাধারন সম্পাদক ও মাওলানা ওলি উল্যাহকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা আনছার উল্যাহ, অধ্যক্ষ কবিরহাট আলিম মাদরাসা, মাওলানা আখতার ফারুক, সুপার, উত্তর নরোত্তমপুর হাজী হায়দার আলী দাখিল মাদরাসা, মাওলানা আবদুর রহিম, সুপার, আবদুল্লাহ মিয়ার হাট দাখিল মাদরাসা, সাধারন সম্পাদক মাওলানা মো. ইয়াকুব মিয়া, অধ্যক্ষ ছনখোলা ইসলামিয়া আলিম মাদরাসা, যুগ্ন-সাধারন সম্পাদক যথাক্রমে মাওলানা মো. ইউসুফ, মাওলানা আবদুল খালেক, সহ-সাধারন সম্পাদক যথাক্রমে মো. ইউসুফ, সুপার, গুল্যাখালী দাখিল মাদরাসা, মাওলানা মো. জাকির হোসেন, সুপার মালেকা গফুর ওবায়দিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, মাওলানা মনির উদ্দিন, প্রভাষক, চাপরাশীরহাট ফাজিল মাদরাসা, সাংগঠনিক সম্পাদক মো. ওলি উল্যাহ, সুপার আশরাফুর রহমানিয়া দাখিল মাদরাসা, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওমর ফারুক প্রভাষক, ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, প্রচার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক, চাপরাশীরহাট ফাযিল মাদরাসা, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ আহমদ, প্রভাষক কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসা, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ-শিক্ষক কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসা, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাওলানা আবদুল্যাহ, সহ-মৌলভী, হাজী হায়দার আলী দাখিল মাদরাসা, শিক্ষক কর্মচারী কল্যান সম্পাদক মাওলানা মহিউদ্দিন, সহ-মৌলভী, চাপরাশীরহাট মাদরাসা, ছাত্র বিষয়ক সম্পাদক মো. ইউনুস মিয়া, সহ-সুপার আশরাফপুর দাখিল মাদরাসা, তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা শাসছুদ্দিন, সহ- মৌলভী, ছনখোলা মাদরাসা, হিসাব নিরীক্ষন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-শিক্ষক, গুল্যাখালী দাখিল মাদরাসা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ