Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়া বরণে প্রস্তুত চট্টগ্রামও

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সকাল থেকেই বন্দরনগরীর রাস্তাঘাট ছিল ফাঁকা। তবে সকাল নয়টা থেকেই হঠাৎ নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন বøু বে ভিউতে আইন শৃংখলা বাহিনীর ভিড় বাড়তে থাকে। কৌতুহলী লোকজন হোটেলটির সামনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেন, হোটেলের ভেতর আসলে কী হচ্ছে! হোটেলের সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খেলোয়াড়দের বহনকারী টিম বাস চট্টগ্রাম ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি বাধা অতিক্রম করে সাগরিকা মোড়ে টিম বাসটি আসার সঙ্গেসঙ্গেই বিকট শব্দে দু’টি বোমা বিস্ফোরিত হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা আইন শৃংখলাবাহিনী ঘটনা সামাল দিয়ে টিম বাসকে নিয়ে নিরাপদে চট্টগ্রাম ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছাতে সক্ষম হয়। এভাবেই গতকাল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ উপলক্ষ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পরীক্ষা হিসেবে মহড়া দেন।
পুরো ঘটনাটির প্রত্যক্ষদর্শী সূদুর অস্ট্রেলিয়া থেকে আগত দেশটির ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষক পরিচালক শন ক্যারল ও তার সহকারী। মহড়ার পাশাপাশি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ, খেলোয়াড়দের ড্রেসিং রুম, মিডিয়া বক্সসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তার। মহড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মহড়া আয়োজনের জন্য তিনি চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ঢাকার মিরপুর ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেখেছি। দু’টিই অত্যন্ত ভালোমানের স্টেডিয়াম। দু’টি মাঠে অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তার মেঘ আগামী ২৪ ঘন্টার মধ্যে কেটে যাবে বলে আমার বিশ্বাস।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান বলেন, ‘আজকের (গতকালের) মহড়াটি ছিল প্রস্তুতিমূলক। ঘটনা যে এভাবেই ঘটবে তা আমরা জানি না। এটা যে জঙ্গি হামলার প্রস্তুতি তাও আমরা বলিনি। রাস্তায় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তেমন হলে কী করতে হবে আমরা সেটা মহড়া করেছি। হঠাৎ কিছু ঘটলে আমার যেনো বিভ্রান্ত না হয়ে যাই। একটা মানসিক প্রস্তুতি যাতে আমাদের থাকে। জঙ্গী ইস্যুটা একটা হট ইস্যু।’
কোরবানির গরুর হাটের কারণে টিমের মুভমেন্টে সমস্যা হবে কিনা জানতে চাইলে মাসুদ বলেন, ‘টিম আসবে ঈদের আগের দিন। তারা বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যাবে। ২ সেপ্টেম্বর যদি ঈদ না হয় আর খেলোয়াড়রা অনুশীলনে আসেন, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ভালো করে নিতে হবে। কারণ সাগরিকা এলাকায় একটা গরুর হাট আছে। সেই ক্ষেত্রে অনুশীলন এমএ আজিজ স্টেডিয়ামে করা যায় কিনা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন। এ ব্যাপারে আগামী ২৪ আগস্ট সিএমপিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক হবে।’ খেলোয়াড়দের পাশাপাশি আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল, বিদেশি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলেই নিরাপত্তা পাবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘রাস্তা, হোটেল, বিমানবন্দর, স্টেডিয়াম এসব জায়গায় আমরা নিরাপত্তা দেবো। সব মিলিয়ে দেড় হাজার ফোর্স মোতায়েন থাকবে। গত বছর চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সময় আমরা যে ধরনের নিরাপত্তা দিয়েছিলাম অস্ট্রেলিয়া সেই ধরনের নিরাপত্তা চেয়েছে। সুতরাং এর চেয়ে খারাপ করার কোনো সুযোগ নেই।’
দীর্ঘ ১১ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। কি নিরাপত্তা, কি আতিথেয়তা- সবকিছু দিয়েই অজিদের বরণ করে নেবার প্রতীক্ষায় বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ