Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কান ক্রিকেটার আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১০:২৯ এএম

বিশ্বকাপ খেলতে গিয়ে নারী কেলেঙ্কারিতে আটক শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে সিডনি পুলিশ। ফলে তাকে রেখেই দেশে ফিরতে হচ্ছে সতীর্থ শ্রীলঙ্কান ক্রিকেটারদের।

শ্রীলঙ্কার ঘোষির বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন দানুশকা গুনাথিলাকা। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার সাথে খেলার পর আর মাঠে নামা হয়নি গুনাথিলাকার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। তবে দলের সাথেই রেখে দেয়া হয় এই লঙ্কান ব্যাটসম্যানকে।

এর আগে ২০১৮ সালে গুনাথিলাকা এমনই এক ঘটনার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে গুনাথিলাকার বিরুদ্ধে। ফলে সেই সময় শ্রীলঙ্কা ক্রিকেট তাকে বরখাস্ত করে। সেবার নরওয়েজিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল গুনাথিলাকার উপর। কিন্তু পরে তাকে পুলিশ খারিজ করে দিয়েছিল, কারণ সে ঘটনার সাথে লঙ্কান এই ব্যাটার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ