Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শঙ্কিত নয় বিসিবি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সময় যতই ঘনিয়ে আসছে ততই আনিশ্চয়তার মেঘ দুর হবে কি, উল্টো তা আরো ঘনিভুত হচ্ছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়দের সমস্যা আলোচনার টেবিলে এসেও তা ভেস্তে গেছে। নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরও তাই বন্দি হয়েই রইল অনিশ্চয়তার বেড়াজালে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, সফর বাতিলের নাকি প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরণের কোন বার্তা তারা পাননি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনো কথা আমাদের হয়নি। আজ তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আগামী ২৫ তারিখে তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।’
যেকোনো সফরের আগে নিয়মমাফিক নিরাপত্তা পরিদর্শন হিসেবে সিএ এবং এসিএ দুই অংশের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে, এটি জানাই ছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যদি না আসে সেক্ষেত্র বিসিবির বিকল্প ভাবনা কী হবে? এমন প্রশ্নে নিজামউদ্দিন কিছু বলতে চাইলেন না, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত। এই সময়ে কারা কোন সিরিজ নিয়ে ব্যস্ত আছে, কাদের খেলা নেই, এফটিপি দেখলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে এই বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের কোনো মন্তব্য নেই। আমরা অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় আছি।’
কেবল বাংলাদেশ সফর নয় চিরপ্রতিদ্বন্দি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজও কালো মেঘের নীচে। ক্রিকেট অস্ট্রেরিয়া (সিএ) নতুন চুক্তি না করলে খেলোযাড়রা এ বছরের অ্যাশেজ সিরিজ না খেলার হুমকি দিয়েছে বলে শনিবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের(এসিএ) প্রধান অ্যালিষ্টার নিকোলসন, ইমেইলের মাধ্যমে খেলোয়াড়দের সর্তক করে দেন। ফলে চলতি বছরের ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজটি হুমকির মুখে পড়ে। খেলোয়াড় ও সিএ’র মধ্যে সমঝোতার জন্য একটি নতুন সম্ভাবনা ছিলো কিন্তু সেটিও এখন ভেস্তে যেতে বসেছে। যদিও নিকোলসন এবং সিএ প্রধান জেমস সাদারল্যান্ডের মধ্যে আজ আবার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ফেয়ারফ্যাক্স। নিকোলসেনর উদ্বৃতি দিয়ে ফেয়ারফ্যাক্স জানাায়, ‘চুক্তি হলে পরবর্তী ধাপটি আরও নিবিড়ভাবে এমওইউ এবং চুক্তির খসড়া তৈরি করবে।’ তবে এসিএ’র বক্তব্য প্রত্যাখান করে সিএ বলছে, ‘এটি অবাক করার মত এবং এসিএ’র এই দাবি বিভ্রান্ত করার মত। তবে এ বিষয়ে তারা কোন মন্তব্য করবে না।’
সমোঝতায় সাদারল্যান্ড যুক্ত হওয়ায় উভয় দলই ভেবেছিলো এ মাসেই সমস্যার সমাধান হবে। কিন্তু কয়েক মাস ধরে আলোচনার পরও, খেলোয়াড় এবং সিএ একটি নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, প্রত্যাশানুযায়ী না হওয়ায় নতুন চুক্তিতে সাক্ষর করেননি ওয়ার্নাররা। ফলে জুলাইয়ের ১ তারিখ থেকে দেশটির প্রায় ২৩০জন খেলোয়াড় বেকার হয়ে পড়েন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ