Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করলেন নজরুল দম্পতি

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনা এদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী দম্পতি। তবে প্রথমবারের মতো এ দম্পতি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করলেন। অ্যালবামের নাম ‘একটুকু ছোঁয়া লাগে’। আগামী ২০ মে সন্ধ্যায় ‘ছায়ানট’ মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি গোলাম মোস্তফার সহধর্মিনী মিসেস সুস্মিতা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুস্তাফা মনোয়ার, সুলতানা কামাল ও ইফফাত আরা দেওয়ান। অ্যালবামে মোট গান রয়েছে ১৪টি। ছয়টি একক গান গেয়েছেন খায়রুল আনাম শাকিল এবং সাতটি একক গান গেয়েছেন মাসুদা আনাম কল্পনা। ‘শুধু তুমি রবে নীরবে’ গানটি দ্বৈত কন্ঠে তারা দু’জন গেয়েছেন। রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রসঙ্গে খায়রুল আনাম শাকিল বলেন, ‘সুস্মিতা ইসলামের নাম অনেকেই জানেন, তাঁর অত্যন্ত সুলিখিত স্মৃতিকথা বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশিত হয়েছে। তিনি আমাদের নিকট আত্মীয়, আমাকে খুব স্নেহ করেন। অনেক দিন থেকে আমার গান শুনছেন। তাঁর অনুরোধেই রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করলাম। শাকিল বলেন, রবীন্দ্রনাথের গান গাইবার সময় আমরা অত্যন্ত সিরিয়াস ছিলাম। আমাদের খেয়াল ছিল যেন গানের কথা, গায়কী ও সুরে রবীন্দ্রসঙ্গীতের ভাবগাম্ভীর্য ও রস অটুট থাকে।’ মাসুদা আনাম কল্পনা বলেন, ‘খালা আমাদের দুজনকেই খুব স্নেহ করেন। তার ওপর তিনি গভীর সঙ্গীতানুরাগী। খালার অনেক দিনের শখ শাকিলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার। ভাবলাম খালার এই কথাটা রাখতে পারলে খুব ভাল লাগবে। এভাবেই রবীন্দ্রসঙ্গীত করা। তিনি  বলেন, ‘দীর্ঘদিন নজরুল সঙ্গীত চর্চায় ও বিশেষ করে শিক্ষণে যুক্ত থাকাতে আমরা দুজনেই শুদ্ধ সুর, শুদ্ধ কথা এসব ব্যাপারে অত্যন্ত যতœবান ছিলাম।’  অ্যলবামের সঙ্গীতায়োজন করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায় ও অ¤øান দত্ত। উল্লেখ্য অ্যালবামটি লেজার ভিশনের ব্যানারে বাজারে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ