মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি বোমার হদিশ পাওয়ার পর তা বিস্ফোরণের আশঙ্কায় জার্মানির হ্যানোভারে এলাকা থেকে প্রায় ৫০,০০০ লোককে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার তাদেরকে সরে যেতে বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শহরের ১৩টি স্থানে অন্তত ৫টি অবিস্ফোরিত বোমা থাকতে পারে। জার্মানির ভাহরেনওলড, লিসট এবং নর্দসডট জেলার ভূগর্ভে বোমাগুলো রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য প্রায় ২৫০০ পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে বলা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক লাইন ও গ্যাস বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যানোভারে বোমা বিস্ফোরণে প্রায় ১ হাজার মানুষ মারা যায়। এছাড়া ১৯৪৩ সালের ৯ অক্টোবর জার্মানিতে বোমা বিস্ফোরণে প্রায় ১২শ’ লোক নিহত হয় এবং আড়াই লাখ মানুষ গৃহহীন হয়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।