পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : সউদী আরবের মক্কায় হারাম শরীফে এ বছর ৫০ হাজারেরও বেশি মানুষ ইতেকাফ করছেন। তারা রমজানের শেষ দশকে মসজিদে একান্তে আল্লাহর ইবাদতে মশগুল থেকে শবে কদরের ফযিলত হাসিলের প্রচেষ্টা চালাচ্ছেন।
শবে কদর বা লাইলাতুল কদরে আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদ নাযিল করেছেন। আর শবে কদর কোন রাত তা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রকাশ করা হলেও পরে তা ভুলিয়ে দেয়া হয়। এখন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে ইবাদত করে শবে কদরের ফযিলত হাসিলের চেষ্টা করেন মুমিন মুসলিমরা। কুরআন মাজিদে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ যিনি এ রাতে আল্লাহর ইবাদতে কাটাবেন তিনি হাজার মাস ইবাদত করে কোন ব্যক্তি যে সওয়াবের অধিকারী হন তার চেয়েও বেশি সওয়াব লাভ করবেন। একই সাথে মক্কা মুয়াজ্জমায় কাবা শরীফে ইতেকাফ করলে সওয়াব যে লক্ষ গুণ বেড়ে যাবে তা আল্লাহর নবীর সহীহ হাদীস থেকে সাব্যস্ত। যার ইবাদত কবুল হবে, নিশ্চিত করেই বলা যায় যে, তিনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে শবে কদরের ফযিলত লাভের তাওফীক দান করুন। আমীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।