নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলা নববর্ষকে সামনে রেখে ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় খেলাগুলো নিয়ে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘বাংলা বর্ষবরণ দেশজ ক্রীড়া উৎসব’। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে দুপুরে এই উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘গ্রামীণ খেলাগুলো তুলে আনার চেষ্টা করেছি আমরা। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তা আনা হয়েছে। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে ফের আলোর মুখ দেখানোর উদ্যোগ নেয়ায় কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনকে সাধুবাদ জানাই আমি। ঐতিহ্যকে লালন করার জন্য তারা চেষ্টা করছে।’ এই উৎসবে হাডুডু, দাড়িয়াবান্দা, গোল্লাছুট, বৌচি, দড়িলাফ, মোরগলড়াইয়ের মতো ঐতিহ্যবাহী ১২টি ইভেন্টে খেলা হয়। এতে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ, বান্দরবান লামার কোয়ান্টাম ফাউন্ডেশন, কসমো স্কুল, ক্যামব্রিয়ান কলেজ, নারায়ণগঞ্জ কলেজসহ বেশ ক’টি স্কুল ও কলেজ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যম ও কৃষিব্যক্তিত্ব শাইখ সিরাজ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।