Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনব্যাপী আর্ন্তজাতিক ম্যাজিক কনভেনশন

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক ম্যাজিক কনভেনশন। বাংলাদেশ যাদুকর পরিষদ-এর আয়োজনে এই কনভেনশন আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এবং শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি ছফির উল্লাহ শিকদার, আয়োজনের আহ্বায়ক মনিরুজ্জামান লিটন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাণ আরএফএল ইলেকট্রনিক্স-এর ব্র্যান্ড ম্যানেজার শাকিল রায়হান, বিশিষ্ট যাদু শিল্পী আলী রাজ, মাইনুল খান, আক্তার হোসেন , মোয়াজ্জেম হোসেন নান্নু প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, কনভেনশনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, চীন, কোরিয়া, জাপান, ইতালী, ফ্রান্স, কানাডা ও আমেরিকাসহ বিভিন্ন দেশের তারকা খ্যাতি সম্পন্ন যাদুশিল্পীরা অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন আয়োজকরা। এছাড়াও দেশের খ্যাতনামা যাদুশিল্পীসহ ব্যাপকসংখ্যক তরুণ যাদুশিল্পীরা অংশগ্রহণ করবেন এই আয়োজনে। এই আয়োজনের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে- আর্ন্তজাতিক খ্যাতনামা যাদুশিল্পীদের পরিচালনায় এবং অংশগ্রহণে যাদু বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ, যাদু প্রতিযোগিতা এবং গালা নাইট শো। আর থাকবে যাদু বিষয়ক স্টল। যাদু প্রতিযোগিতায় পুরস্কারও প্রদান করা হবে। আর বিচারক হিসেবে থাকবেন দেশ বিদেশের বরেণ্য যাদুশিল্পীবৃন্দ। আয়োজকরা আরো বলেন, সকল বয়সী ও শ্রেনীপেশার দর্শকদের কাছে সমান জনপ্রিয় ও নির্মল বিনোদন মাধ্যম হচ্ছে যাদু। এই শিল্পের বিকাশে প্রতি বছর এই ধরনের কনভেনশন বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এই কনভেনশনটি আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনের লক্ষ্য হচ্ছে, বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যাদুশিল্পীদের মান-উন্নয়ন, ভ্রাতৃত্ব বন্ধনসহ যাদুশিল্পীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের যাদু শিল্পীদের মাঝে এক মেল-বন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশের যাদুশিল্পের প্রচার ও প্রসারে সামগ্রীকভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি বিশ্বের বিখ্যাত কয়েকজন যাদুশিল্পীর চমকলাগানো যাদু প্রদর্শনী বাংলাদেশের দর্শকদের বিনামূল্যে দেখার সুযোগ করে দেয়া। এছাড়াও বিশ্বের বরেণ্য শিল্পীদের যাদু বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ আমাদের দেশের যাদুশিল্পীদের আরও দক্ষ হতে সহায়ক হবে। যা এই শিল্পের অগ্রগতিতে বিশেষ অবদান রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন দিনব্যাপী

২৪ ফেব্রুয়ারি, ২০১৬
২৩ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ