Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা

আয়কর প্রদান কার্যক্রম সহজীকরণসহ করনেট সম্প্রসারণ ও জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা ২০১৬। গতকাল শুক্রবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নড়াইল উপকর কমিশনারের কার্যালয় চত্বরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক অ্যাডঃ সুবাস চন্দ্র বোস। বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মোঃ হাসানুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-২, কর অঞ্চল-খুলনা গনেশ চন্দ্র ম-ল। এ মেলায় মোট ৫টি স্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। আইকরের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জানা গেছে, নড়াইল জেলায় ২০১৫-১৬ অর্থবছরে ৭ কোটি ২৫ লক্ষ টাকা কর আদায়র করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে করদাতার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫শ’ ২১ জন থেকে বাড়িয়ে আরো এক হাজার একশ’ জন করা হয়েছে। মোট ৯ হাজার ৬শ’ ২১ জন করা হয়েছে। আয় করের টার্গেট ধরা হয়েছে ১০ কোটি টাকা। নড়াইল উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এর আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইলে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ