Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ দিনব্যাপী কারবালা মাহফিল শুরু

মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ১০ দিনব্যাপী আহলে বায়তে রাসূল (সাঃ) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে। আরবি নতুন বছর পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে পহেলা মহররম থেকে ১০ মহররম পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব নগরীর বিভিন্ন স্থানে আহলে বায়তের উপর আলোচনা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দেশ বরেণ্য ওলামা মাশায়েখগণ আলোচনা ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করবেন। 

সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে প্রথম দিন পহেলা মহররম কুমিরা ফয়জুন্নেছা জামে মসজিদ থেকে শুরু হয় মাহফিল। এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রধান মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ।
সভাপতির বক্তব্যে মনজুর আলম বলেন, পৃথিবীর সকল মুসলিম দেশগুলো অত্যন্ত মর্যাদার সাথে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বরণ করে এ মহররমকে। এটি একটি তাৎপর্যপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানান ঘটনা রয়েছে। এ মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। তিনি বলেন, ধর্মীয় সংস্কৃতি যত বেশি চর্চা থাকবে তত বেশি অপ সংস্কৃতি হ্রাস পাবে। যুবসমাজকে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দশ দিনব্যাপী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ