Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে বোরো মৌসুমে সেচপাম্প গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : ডোমার জোনাল অফিসের (নীলফামারী) আওতায় বোরো মৌসুমে ডোমার-ডিমলার পল্লীবিদ্যুৎ সমিতির সেচপাম্প গ্রাহকরা ২৪ ঘণ্টার মধ্যে গড়ে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন। ডোমার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, ‘আমরা পল্লীবিদ্যুৎ গ্রাহকদের ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছি।’ তিনি আরো বলেন, ‘পল্লীবিদ্যুৎ সমিতির সেচপাম্প গ্রাহকরা যাতে বোরো মৌসুমে তাদের উৎপাদিত ফসলে নিয়মিত বিদ্যুৎ পায় এ লক্ষ্যে আমরা কৃষকের ফসলের মাঠে সাবক্ষণিক খেয়াল রাখছি। বিদ্যুৎ সমস্যার কারণে বোরো মৌসুমে ফসল উৎপাদনে ফসলের ক্ষতির কোনো অভিযোগ নেই।’ সরেজমিনে গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের প্রেমানন্দ রায় পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় ১৩ বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। তিনি বলেন, আমরা পল্লীবিদ্যুতের নিয়মিত বিদ্যুৎ পেয়ে আসছি। ডিমলা উপজেলার সেচপাম্প গ্রাহক খগা খড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের মো. আমিরুজ্জামান বলেন, পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় চলতি বোরো মৌসুমে ২৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। তিনি আরো বলেন, আমরা সঠিক সময়ে সেচপাম্পে বিদ্যুৎ পেয়ে আসছি। ডোমার জোনাল অফিসের আওতায় আবাসিক, বাণিজ্যিক, সেচপাম্প, ক্ষুদ্রশিল্প, অফিস ব্যবহার মোট ৪৬ হাজার ৮৭৬ জন গ্রাহক রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোমার

২৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ