Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে বোরো ক্ষেতে ব্লাস্ট (পঁচন) রোগে কৃষক দিশেহারা

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ময়নুল হক ডোমার, (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডে বোরো ক্ষেতে বøাস্ট (পঁচন) রোগে প্রায় ৪০ বিঘা জমির বোরো ক্ষেত নষ্ট হয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিনে গেলে ২নং ওয়ার্ডের করিমুল হাসান জিয়ার দেড় বিঘা, মৃত-সহিমুদ্দিনের ছেলে আব্দুল আজিজের দুই বিঘা, যতিন্দ্র নাথের ছেলে সিচেন্দ্র নাথের একবিঘা, নজরুল ইসলাম (সাবেক কর্মকর্তা) ১৫ বিঘা, মজিবুল হকের দুইবিঘা, আনারুল ইসলামের দুইবিঘা, মুকুল ও সফিক ফিরোজের পাঁচবিঘা, বিধোবা নুর জাহান বেগমের পাঁচবিঘা, ্ রুবেলের ছয়বিঘা, দারাজ উদ্দিনের সাতবিঘা জমি বোরো ক্ষেত পঁচন রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়েছে। এলাকার কৃষকেরা অভিযোগ করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরন্নবী এলাকায় মাঠে আসেন না। বোরো ক্ষেত বøাস্ট (পঁচন)রাগে আক্রান্ত হলে এলাকাবাসী তাকে বার বার ফোন দিয়ে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে আমলে নেয়নি। এ বিষয়ে এলাকার কৃষকেরা চলতি বোরো মৌসুমে বোরো ক্ষেতে বøাস্ট (পঁচন ) রোগ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের মাথায় হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ এর দায়ভার কে বহন করবে। দারিদ্র্য কৃষক মজিবুল হক আমি অনেক ধারদেনা করে দুইবিঘা জমিতে বোরো লাগিয়েছি বøাস্ট (পঁচন) রোগে তা নষ্ট হয়েছে, এখন আমাকে পরিবার নিয়ে পথে বসতে হবে। এলাকাবাসী এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোমার

২৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ