Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডোমারে মিরজাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ডোমার উপজেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও আসবাব পত্রের অভাবে শিক্ষার্থীরা মাঠে ধুলা-বালি রোদে পুড়ে খোলা আকাশের নিচে ক্লাস করছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১৯৩৬ সালে। মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০২৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করে। শিক্ষার্থীরা প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ভালো ফলাফল করে আসছে। ভালো ফলাফলের জন্য ২০১৬ সালে ১ লক্ষ টাকা পুরস্কার লাভ করেন। প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের জানান, শ্রেণী কক্ষ ও আসবাবপত্রের অভাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটে। ৯ম শ্রেণীর ছাএী জেবা রোজোয়ানা বলেন, হলরুম, কমনরুম, নামাজ ঘর না থাকায় আমরা নামাজ পড়তে পারিনা। ৯ম শ্রেণীর ছাত্রী জান্নাতুন ফেরদৌস বলেন, বিজ্ঞানাগারে যন্ত্রপাতি না থাকায় আমরা বিজ্ঞানের অনেক কিছু শিক্ষা থেকে বনচিত হই। ১০ শ্রেণীর ছাত্রী আয়শা সিদ্দিকা বলেন, আসবাবপত্র ও আসবাবপত্রের অভাবে এক বেনচে গাদাগাদি করে বসতে হয়, এতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ১০ শ্রেণীর ছাত্রী খায়রুল আক্তার মিনি বলেন, খোলা মাঠে রোদে পুড়ে ক্লাস করতে আমাদের পড়ায় মনোযোগ বসাতে পারি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোমার

২৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ