বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেললাইনের উপর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত দুই কিশোরের লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত দুইজন হলো-ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে মহির উদ্দিন (১৫) ও একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে রসুল ইসলাম (১২)। তারা দুজনেই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বুধবার সকালে অজ্ঞাত দুই কিশোরের লাশ রেললাইনের উপর থেকে উদ্ধার করে জিআরপি পুলিশ।
নিহত মহিরের বাবা জামাল ও রসুলের বাবা আব্দুস সোবহান জানান, বুধবার রাতে সৈয়দপুর জিআরপি থানা পুলিশের মোবাইলের মাধ্যমে খবর পেয়ে রাতেই নীলফামারী এসে লাশ দুটি শনাক্ত করি। জামাল উদ্দিন জানিয়েছেন,তারা দুই বন্ধু মঙ্গলবার সকালে মহিরের খালার বাড়ী নীলফামারী চাদেরহাট আসবে বলে বাড়ি থেকে বের হয়ে আসে। পরে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যাচ্ছিল না। এমনকি তারা তার খালার বাড়িতেও আসেনি। তবে ঠাকুরগাঁও থেকে কিভাবে তারা মিরজাগঞ্জে আসলো বিষয়টি তারা বলতে পারছেন না। তারা জানান, হয়তো তারা চিলাহাটি থেকে ট্রেনে করে নীলফামারী যাচ্ছিল। সেই সময় হয়তো ট্রেন থেকে অসাবধানবশত পরে যান। এ ব্যাপারে তারা মামলা করবেন না বলেও জানান।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, নিহত দুইজনের বন্ধ থাকা মোবাইল দুটি চালু করে মোবাইলের নম্বরের সূত্র ধরে তাদের পরিচয় জানা যায়। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে নিহত দুই ছাত্রের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয় বলেও তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।