Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডোমার পৌরসভার চতুর্থ নির্বাচন

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন আজ। ডোমার পৌরসভা প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন। এ বারের নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ঘাটাইলে আ’লীগের বিষফোঁড় বিদ্রোহী প্রার্থী
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ভোট গ্রহণ আজ (রোববার)। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আ’লীগের যুগ্ম আহŸায়ক শহিদুজ্জামান খান ওরফে ভিপি শহিদ। ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ধলা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে আ’লীগের বিদ্রোহী যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম। অপূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের অভিযোগে মো. রফিকুল ইসলামকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলে তিনি হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে প্রার্থীতার বৈধতা ফিরে পান। এর আগের পৌর নির্বাচনেও তিনি প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।
৯টি ওয়ার্ডের পৌরসভায় ২৬ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে সাতজন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোমার পৌরসভার চতুর্থ নির্বাচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ