Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে কুকুরে কামড় দেয়া গরু জবাই করায় ৪ যুবককে জরিমানা

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমারে কুকুরে কামড় দেয়া অসুস্থ গরু জবাই করার দ্বায়ে ৪ যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত যুবকরা হলেন,ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অহিদুল ইসলামের ছেলে রাসেল,মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম,রবিউল হক ও পৌর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল হক।
জানা গেছে,ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অহিদুল ইসলামের ছেলে বাবুর একটি গাভীকে ১৫দিন আগে কুকুরে কামড় দেয়। এরপর গাভীটি অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে স্থানীয় ৪ যুবকের কাছে গাভীটি বিক্রি করে। ওই ৪ যুবক মাংস বিক্রি করার জন্য ডোমার পৌর এলাকার চিকনমাটী মোড়ে গাভীটিকে জবাই করে। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গাভীর মাংস, রক্ত, চামড়াসহ মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। সেই সাথে ৪ যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুল হক ও সেনেটারি ইন্সপেক্টর দুলাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোমার

২৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ