গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীতে ২০ বছরের পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবারের অভিযানে ৩৭টি মামলা, ৪ জন চালককে কারাদন্ড, ৩টি যানবাহন ডাম্পিং এবং ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, উভয় অভিযানে মোট ৩৭টি মামলা, ৪ জন চালককে কারাদন্ড প্রদান, ৩টি যানবাহন ডাম্পিং এবং ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া গতকাল ধানমন্ডি ২৭ নম্বর (শেখ কামাল সড়ক) সড়কে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বারবি কিউ টুনাইট রেস্তোরাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং রেড টমেটো রেস্তোরাঁকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।