Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম

খাগড়াছড়ি রামগড় বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে খাদ্য পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিপণন করার অপরাধে পৃথক অভিযানে ৩ ব্যবসায়ী জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ জরিমানা করেন।

কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং লাইসেন্স বিহীন কৃষি পণ্য বিপণন করার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ সচেতনতারলক্ষে সাময়িক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ