Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৭ ড্রেজারের জরিমানা

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৩ পিএম | আপডেট : ৮:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৭টি ড্রেজারকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার এই অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার বলেন, সরকারি নির্দেশ অমান্য করে ড্রেজারের মাধ্যমে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার (ইউএনও) মো. আব্দুল আউয়ালে নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি৷ এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১৭টি ড্রেজার আটক করা হয়৷ বৃহস্পতিবার বিকেলে ১৭টি ড্রেজারকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ