Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে গর্ভবতী স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদন্ড ও জরিমানার আদেশ

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২১ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে স্বামী জুয়েল কে মৃত্যুদন্ডও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগম কে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করলে এতে সন্দেহের সৃষ্টি হলে এলাকা বাসী পুলিশকে খবর দিলে জুয়েল কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ২০০৭ সালে ২৪শে জুলাই ক্ষেতলাল থানায় নিহতের বড় বোন রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিল কে হত্যাকান্ডের সংশ্লিষ্টতা না পওয়ায় আদালত তাদেরকে খালাস প্রদান করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ