নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ সিরিজের বোর্ডার-গাভাস্কার ট্রফি মাঝপথ অতিক্রম করেছে। কিন্তু এখনো কোন দলই তিনশোর্ধো ইনিংসের দেখা পায়নি। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া পৌনে তিন তিনে জয়ের পর তাই পিচ নিয়ে হইচই কম হয়নি। তবে ব্যাঙ্গালুর টেস্টে ভারত সিরিজে ফেরার পর উইকেট নিয়ে উচ্চবাচ্য হয়েছে কমই। যদিও সেই টেস্টেরও আয়ু ছিল মাত্র সোয়া চার দিন। এরপর তো ‘ডিআরএস’ কান্ড নিয়েই সপ্তাহ পার হয়ে গেল। আজ থেকে শুরু হতে যাওয়া রাঁচি টেস্টের আগেও একই কানাঘুষো কেমন হবে রাঁচির পিচ?
অজি অধিনায়ক স্টিভেন স্মিথ রাঁচির পিচকে বলেছেন ‘পাকানো কাদা’। প্রথম দিন পরেই ভাঙতে শুরু করবে উইকেট। তার মতে, ‘এটা স্পিন ও ব্যাটসম্যানদের মধ্যে লড়ায়ের ক্ষেত্র।’ এমন ক্ষেত্রেই নিজেদের ইতিহাসের আটশতম টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতের ২৬তম টেস্ট ভেন্যু হিসাবে অভিষেকটাও তাই স্মরণীয় হয়ে থাকছে রাঁচির। ম্যাচটা ব্যক্তিগতভাবে স্মরণীয় করে রাখার দারুণ মাইলফলকের সামনে স্মিথও। ক্যারিয়ারের পাঁচ হাজার রান পূর্ণ হতে আর মাত্র ৭৬ রান করতে হবে তাকে। আর তার ব্যাট হাসলে যে হাসি ফোটে অজি শিবিরেও। তার প্রমাণ তো পাওয়া গেছে প্রথম টেস্টেই। সেক্ষেত্রে সিরিজে এগিয়ে যাওয়াটাও অসম্ভব হবে না সফরকারীদের জন্য।
স্পিন ক্ষেত্র হলেও মিচেল স্টার্ককে নিশ্চয় মিস করবে অস্ট্রেলিয়া। চোট নিয়ে দেশে ফিরেছেন দলের প্রধান বোলিংয় অস্ত্র। তার পরিবর্তে অর্ধযুগ পর নতুনভাবে অভিষেক হতে পারে প্যাট কমিন্সের। তবে ছয় নম্বর জায়গাটা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। গেøন ম্যাক্সওয়েল? মার্কাস স্টনিস? উসমান খাজা? নাকি অ্যাস্টন অজার? কাকে রেখে কাকে নেবেন স্মিথ? ভারতেরও আছে একই সমস্যা। চোটের কারণে দ্বিতীয় টেস্ট মিস করা মুরালি বিজয় ফিরেছেন দলে। তৃতীয় স্পিনার হিবেসে খেলানো হতে পারে জয়ন্ত যাদবকে। ‘অথবা’র তালিকায় আছেন করুণ নায়ারও।
হোয়াইটওয়াশের হুমকি তুড়ি মেরে উড়িয়ে জয় দিয়ে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া এদিনও ফুরফুরে মেজাজেই মাঠে নামবে। ওদিকে দুর্দান্ত জয়ে সিরিজে ফিরলেও চাপ কিন্তু রয়েই গেছে বিরাট কোহলিদের উপর। সেটা ভারত অধিনায়কের কথাতেই স্পষ্ট। নইলে টানা ম্যাচ খেলার ধকলের কথা বলবেন কেন কোহলি, ‘মৌসুমটা আমাদের জন্য অনেক লম্বা। আমরা বিরতিহীনভাবে খেলছি। এই বিরতিটা ছিল সময়মত। আমি নিশ্চিত এটা সবাই উপভোগ করেছে এবং পরের ম্যাচের দিকেই সবার নজর।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।