বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : চলতি বছর প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রীদের হজে পাঠাতে সরকারের সর্বোচ্চ মহলকে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। দ্বি-পাক্ষিক হজ চুক্তি’র নির্ধারিত কোটার চাইতে এবার প্রায় ৬০ হাজার হজযাত্রী’ অতিরিক্ত প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন। ২০১৭ সালের হজে অংশ গ্রহণের লক্ষ্যেই সকল প্রাক-নিবন্ধিত হজযাত্রী হজ এজেন্সিগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। কোটার অতিরিক্ত ৬০ হাজার হজযাত্রী এবার হজে যেতে না পারলে সরকারের ভাব-মর্যাদা ক্ষুন্ন হবে।
গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে হজ এজেন্সিজ মালিক সমিতি বাংলাদেশ আয়োজিত প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের সঙ্কট ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেছেন। এছাড়া অতিরিক্ত ৬০ হাজার হজযাত্রীর নতুন কোটা সউদী বাদশাহ’র কাছ থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট হজ এজেন্স্’ির মালিকরা। সংগঠনের সভাপতি আলহাজ মুফতি হেদায়াতুল্লাহ হাদীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হজ এজেন্সি’র মালিক মুফতি আব্দুল মালেক, আব্দুল হালিম পাটওয়ারী, অধ্যাপক কামাল উদ্দিন, শহীদুল্লাহ মাস্টার, নাজমূল হুদা, মাওলানা ইব্রাহিম নোমানী, মো. হারেস মিয়া, গোলাম কবীর জাকির হোসাইন ও মাইনুদ্দীন আহমেদ।
সভায় কতিপয় প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবসমুহ হচ্ছে, সরকার কর্তৃক ৩ দিনের বেধে দেয়া সময়ের মধ্যে ১৫০ কোটা পূরণকারী সকল এজেন্সির হজযাত্রীকে হজে নেয়ার ব্যবস্থা করতে হবে, ব্যাংকে আগে জমাদানকারী এজেন্সি’র হাজীর সিরিয়াল পেছনে কেন? দায়ীদের শাস্তি দিতে হবে, সউদী সরকারের কাছ থেকে কোটা বাড়াতে জোর প্রচেষ্টা চালাতে হবে, হজযাত্রীদের ট্রলি ব্যাগ নিয়ে সৃষ্ট সংকট সকল এজেন্সি’র মতামতের ভিত্তিতে সমাধান করতে হবে, স্বতন্ত্র হজ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং আপীল বিভাগের রায়ের প্রেক্ষিতে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে।
এছাড়া সম্প্রতি স্থানীয় একটি হোটেলে হাব সমন্বয় পরিষদের আহবায়ক হাবিবুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সকল নিবন্ধিত হজযাত্রীদের হজে প্রেরণ, হজনীতির আলোকে ১৫০জন হজযাত্রী পূরণকারীদের হজে প্রেরণের দাবি উত্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব রেজাউল করিম উজ্জল, মাওলানা নাজমূল হুদা। সভায় অবিলম্বে সরকারি নিবন্ধন বন্ধ করে অব্যবহৃত কোটা বেসরকারি কোটায় হস্তান্তরের দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।