Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠাবে ইতালি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইতালির উগ্র জাতীয়তাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালবিনি ঘোষণা করেছেন, তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার হবে ‘তাদের বাড়ি পাঠানো’। এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন অনিবন্ধিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর যে নির্বাচনি প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তা বাস্তবায়ন করবেন। কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিতিশীলতার পর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা জোট সরকারকে অনুমোদন দেয়ার পরপরই সালভিনি জানালেন, ইতালি অনিবন্ধিত অভিবাসীদের বিষয়ে কঠোর হবে। রেডিও উপস্থাপক থেকে রাজনীতিতে আসা সালভিনি বলেন, ইতালির দরজা ভালো মানুষদের জন্য উন্মুক্ত। আর যারা ইতালিতে আসে গোলমাল করার জন্য এবং ভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে তাদের জন্য শুধু ফেরার সুযোগ থাকবে। তাদের বাড়ি পাঠাও আমাদের অন্যতম অগ্রাধিকার হবে। পালমারো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আশ্রয় বিষয়ক আইন বিশেষজ্ঞ ফুলভিও ভাসালো বলেন, আমার আশঙ্কা যে ইতালির অভ্যর্থনা কেন্দ্রগুলো ছোট আকারের ক্যালাইস জঙ্গলে পরিণত হবে। এতে করে জনগণের কাছ থেকে অভিবাসীদের দূরে রাখা হবে। অভিবাসী বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ থাকলেও এই নীতি বাস্তবায়ন করা ইতালির জন্য সহজ না। কারণ ব্যয় সাপেক্ষ প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও আইন নেই দেশটিতে। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গুইসেপ কন্টে। ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও অভিবাসন দেখভালের বিরোধিতাকারী প্রথম সরকারের প্রধান হিসেবে শুক্রবার তিনি এই শপথ নেন। গত চার মার্চ ইতালিতে অনুষ্ঠিত নির্বাচনে নির্দিষ্ট কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। নির্বাচনে ফাইভ স্টার পায় ৩২ শতাংশ ভোট। লীগ পায় ১৮ শতাংশ ভোট। এই দুই দলের জোট কন্টেকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হয়ে গত ২৮ মে প্রথম দফায় নিজ মন্ত্রীসভার নাম প্রস্তাব করলে সেখানে থাকা অর্থমন্ত্রীর নাম নিয়ে আপত্তি তোলেন প্রেসিডেন্ট মাত্তারিল্লা। ৩১ মে নতুন মন্ত্রিসভার তালিকা নিয়ে গেলে তা অনুমোদন করেন তিনি। ৫৩ বছর বয়সী স্বল্প পরিচিত আইনের অধ্যাপক কন্টে ফাইভ স্টার আন্দোলনের সমর্থন পেয়েছেন। আন্দোলনটি দেশটির তৃণমূল পর্যায়ের প্রতিবাদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। রয়টার্স, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ