বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধিত শিক্ষকদের মেধাভিত্তিক তালিকা তৈরি করে সেই অনুসারে শূন্য পদে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগি শিক্ষকরা। নিয়োগ বঞ্চিত শিক্ষকরা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের চাকুরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি এখনো অব্যাহত আছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের (এনটিআরসিএ) জন্মের পূর্বে এসব প্রতিষ্ঠানসমূহের শিক্ষক নিয়োগে বাণিজ্য ও দুর্নীতি হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির রাঘব বোয়ালদের মাধ্যমে। তাদের অত্যাচারে যখন দেশের মানুষ অতিষ্ট তখন এর অবসানকল্পে সৃষ্টি হল-সরকারি প্রতিষ্ঠান ‘এনটিআরসিএ’। এখন দেখা যাচ্ছে যে, এদের অনিয়ম দুর্নীতি পূর্বের থেকে আরো কয়েকগুণ বেশি হচ্ছে। যার ফলে তাদের বিরুদ্ধে দফায়-দফায় হাইকোর্টে মামলা দায়ের হচ্ছে। এমতাবস্থায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রদানের জন্য হাইকোর্ট এনটিআরসিএ-কে কিছু নীতিমালা প্রদানের রুল জারি করেছেন। কিন্তু তারা তাও সঠিকভাবে মানছেনা। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল- নিবন্ধিত শিক্ষকগণের একটি মেধাভিত্তিক তালিকা তৈরি করে সেই অনুসারে শূন্য পদে নিয়োগ দেয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে, প্রকাশিত মেধা তালিকায়ও অসচ্ছতা রয়েছে। তালিকাটি যেভাবে প্রকাশ করা হয়েছে- তাতে যদি নিবন্ধিত শিক্ষকদের নামের তালিকার পাশে তারা কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকতো-তা’হলে বিষয়টি আরো পরিষ্কার ও স্বচ্ছ হতো। ঐ তালিকায় চল্লিশ হাজার নিবন্ধিত শিক্ষকের নাম উল্লেখ রয়েছে। তাদের চাকুরি প্রদানের নিশ্চয়তা না করেই কেন-পরীক্ষার পর পরীক্ষা নিয়ে এনটিআরসিএ-একটি জটিল অবস্থার সৃষ্টি করছে তা বোধগম্য নয়। এ ছাড়া বিগত নিয়োগ প্রদানের সময় দেখা গেছে অনেক নিবন্ধি শিক্ষককে নন-এমপিও-ভুক্ত পদে নিয়োগ দেয়া হয়েছে। এরূপ নিয়োগ অর্থহীন। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত সকল নন এমপিও পদগুলো অনতিবিলম্বে এমপিও ভুক্তকরে ফেলা। একটি প্রতিষ্ঠানের দু’একটি নন এমপিও পদ থাকলে ঐ পদের শিক্ষকগণ মানসিক যন্ত্রনা ভোগ করেন, এটা অমাননিবক কাজ। আশা করি শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে সু-নজর প্রদান করবেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।