Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁ হাতি স্পিনারদের এভারেস্টে হেরাথ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শামীম চৌধুরী গল (শ্রীলঙ্কা) থেকে : গল টেস্টে নেই মুরালীধরনের কোন ম্যুরাল। তবে ক্যান্ডির ছেলে হয়েও সর্বকালের সেরা এই স্পিনারের সেরা কৃতি এই গল এ-ই। ৭ বছর আগে ক্যারিয়ারের ফেয়ারওয়েল ম্যাচের জন্য নিয়েছিলেন বেছে এই ভেন্যুকে। ৮০০তম টেস্ট উইকেটটি পেয়েছেন এই গলে। গল এর যাদুঘরে সংরক্ষিত আছে সেই বলটি, মহামূল্যবান সেই বলটির গায়ে আছে মুরালীধরনের অটোগ্রাফ। গলে ১৫ টেস্টে ১১১ উইকেটে বিস্ময়কর রেকর্ডটিও মুরালীধরনের একার। মুরালীধরনের ছাঁয়ায় বেড়ে ওঠা হেরাথের অভিষেক গলে, ১৯৯৯ এ। অভিষেক ইনিংসে ৪ উইকেট নিয়ে মুরালীর মাথা ভড়কে দিয়েছিলেন বাঁ হাতি স্পিনার। সেই গল এ মুরালীর শিকার সংখ্যার চেয়ে পিছিয়ে থাকলেও (১৬ ম্যাচে ৯৩ উইকেট) একটি রেকর্ডে গেছেন এগিয়ে। এই ভেন্যুতে ৪র্থ ইনিংসে উইকেটের (৮ ম্যাচে ২৭ উইকেট) মালিক এখন তিনি। যে ৮ ম্যাচে ৩ বার ইনিংসে আছে ৫ উইকেট। তার এক স্পেলেই (৭.২-২-১০-৪) শেষ বাংলাদেশ। চার বছর আগে বাংলাদেশের বিপক্ষে এই গল এ হতে হয়েছে তাকে হতাশ (২ উইকেটে খরচা ১৭৬ রান)। সেই গল এ বাংলাদেশের বিপক্ষে ফিরতি ম্যাচে পেলেন হেরাথ ১৩১ রানে ৯ উইকেট!
জানেন এই কৃতিত্বের দিনে বাঁ হাতি স্পিনারদের এভারেস্টে উঠেছেন রঙ্গনা হেরাথ। টেস্টে বাঁ হাতি স্পিনারদের মধ্যে এতোদিন উইকেট শিকারের শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের ভেট্টরি (১১৩ ম্যাচে ৩৬২ উইকেট)। গতকাল সাকিবকে লেগ সিøপে ক্যাচে ফিরিয়ে দিয়ে ভেট্টরীকে করেছেন। লিটনকে প্রলুদ্ধ করে কভারে তাকে শিকারে পরিণত করে টপকে গেছেন ভেট্টরীকে। মিড অফে মিরাজ ক্যাচ দেয়ায় বাঁ হাতি স্পিনার হেরাথের শিকার সংখ্যা মাত্র ৭৯ ম্যাচে উন্নীত হলো ৩৬৬ তে। মুরালী যুগে আবির্ভাব বলে দলে আসা-যাওয়ার মধ্যে থেকেছেন।১৮ বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৭৯ টি টেস্ট। যে সময়ে শ্রীলংকা খেলেছে ১৫৫টি টেস্ট। তাই নিজেকে বড় দুর্ভাগাই ভাবতে পারেন হেরাথ। তবে ভেট্টরীকে টপকে বাঁ হাতি স্পিনারদের মধ্যে এভারেস্টে পা রাখা হেরাথের এ নিয়ে নেই কোন আক্ষেপÑ ‘এ নিয়ে আমার কোন আক্ষেপ নেই। ইতোমধ্যে আমি ৭৯টি টেস্ট খেলে ফেলেছিল। যা কিছু অর্জন করেছি, তা নিয়েই আমি খুশি।’
বাঁ হাতি স্পিনারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিকানা পাওয়ায় দারুন খুশি হেরাথÑ ‘খুব খুশি হয়েছি। আমি আক্রমণাত্মক ভূমিকায় থেকে বল করে আসছি, তাই এমন কিছু’র মাইলস্টোন অর্জন করায় আমি গর্বিত। আমি সব বন্ধু, পরিবার এবং কোচকে ধন্যবাদ দিতে চাই।
খুব বড় কিছু নয়, ৩৯ এ দাঁড়িয়ে ক্যারিয়ার বেশি একটা লম্বা করা যাবে না, তা ধরে নিয়েই ৪০০ টেস্ট উইকেটকে করেছেন টার্গেটÑ ‘আমি এখন ৪০০ উইকেটের দিকেই তাকাচ্ছি। জানি না এর জন্য কতোদিন লাগবে, কতোদিন ফর্ম থাকবে। যদি এমন কিছু করতে পারি, তাহলে নিজেকে গ্রেট ভাবব। কারণ, লিজেন্ডারীদের মধ্যে মাত্র ক’জন টেস্টে ৪শ’ উইকেট পেয়েছে।’
একক কোন দলের বিপক্ষে সর্বাধিক জয়টিও শ্রীলংকা অর্জন করেছে বাংলাদেশের বিপক্ষে (১৭ ম্যাচে ১৫তম জয়)। ২০১৫ সালে ভারতের কাছে ২-১ এ টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর হোমে দুর্বার শ্রীলংকা ৬ ম্যাচের ৬টিতে জিতে চোখ রাখছে ২০০১-২ সালে হোমে টানা ১০ জয়ের রেকর্ডের দিকে। এটাও রঙ্গনা কৃতিত্বে। ম্যাথুউজের ইনজুরিতে ক্যাপ্টেনসির রেকর্ডও সমৃদ্ধ হচ্ছে তার। ইতোমধ্যে ৩ ম্যাচের তিনটি জিতে অধিনায়ক হিসেবে শতভাগ সফল হেরাথ অবশ্য ক্যাপ্টেনসি নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তের দিকে তাকিয়েÑ ‘মাত্র তিনটি ম্যাচে অধিনায়কত্ব করলাম। এটা এখন নির্ভর করে নির্বাচকরা কি ভাবছে তার উপর। অ্যাঞ্জেলো (ম্যাথুউজ) কিভাবে সেরে উঠছে, এ নিয়ে কথা বলে সিদ্ধান্ত নেয়া দরকার।’
জানেন, হেরাথের মাইলস্টোনের দিনে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন ভার্সনের ক্রিকেট মিলে ৮ হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন মুশফিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁ

২৩ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ