Inqilab Logo

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ২ শ্রাবন ১৪৩১, ১০ মুহাররম ১৪৪৬ হিজরী

মানুষ পছন্দ করবে এমন কাজ করতে চাই -বাঁধন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন। স্পেনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান। সিনেমাটির পর প্রথমবারের মতো বলিউডে কাজের সুযোগ পান। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমাতে অভিনয় করছেন তিনি। এটি প্রযোজনা করছে নেটফ্লিক্স। বাঁধন ছাড়াও এতে অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থী। সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। সেপ্টেম্বরের শুরুতে বাকি অংশের শুটিং শুরু হবে। বাঁধন জানান, ‘খুফিয়া’ সিনেমায় তিনি একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করছেন। অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করছি, বাকি অংশের শুটিং শিঘ্রই শুরু করতে পারব। তবে আপাতত নতুন কোনো কাজ করছি না। নতুন কাজ করলে অবশ্যই জানাবো। তিনি বলেন, মানুষ পছন্দ করবে, মানুষের ভালো লাগবে এবং অভিনেত্রী হিসেবে আমারও ভালো লাগবে এমন কাজই করতে চাই। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ পছন্দ করবে এমন কাজ করতে চাই -বাঁধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ